উগান্ডায় ভূমিধসে ২২ জনের মৃত্যু

০৯ ডিসেম্বর ২০১৯, ০৯:১৩ এএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৩:০৮ পিএম


উগান্ডায় ভূমিধসে ২২ জনের মৃত্যু

টাইমস আন্তর্জাতিক ডেস্ক:

উগান্ডায় ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সূত্রে বলা হয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার এক টুইট বার্তায় মানবাধিকার সংস্থা রেডক্রস এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, দেশটির পশ্চিমাঞ্চলের বুন্দিবুগিও পাহাড়ে কোকোয়া গাছের নিচে বেশ কয়েকজনের মরদেহ চাপা পড়েছে। তাদের উদ্ধারে কাজ করা হচ্ছে। কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে বুন্দিবুগিও জেলা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এদিকে নিহতদের মরদেহ উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

দেশটির জাতীয় আবহাওয়া কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, চলতি মাস জুড়েই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরই মধ্যে দেশটির বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। সূত্র: দ্যা ইস্ট আফ্রিকা


বিভাগ : বিশ্ব


এই বিভাগের আরও