যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ২৮ জনের মৃত্যু

২৫ নভেম্বর ২০১৯, ১১:৩৮ এএম | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৮ পিএম


যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ২৮ জনের মৃত্যু

টাইমস আন্তর্জাতিক ডেস্ক:

আফ্রিকার দেশ কঙ্গোতে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে একটি বাড়ির ওপর আছড়ে পড়ে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৪ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় গোমা শহরে বিমানটি বিধ্বস্ত হয়। উদ্ধারকর্মীরা বলেছেন, উড্ডয়নের পর জেট বিমানটি শহরের একটি আবাসিক এলাকায় গিয়ে আছড়ে পড়ে।

স্থানীয় বিমান সংস্থা ‘বিজি বি’ পরিচালিত বিমানটি বেনিন যাওয়ার কথা ছিল। বিমানটিতে ১৭ জন যাত্রী ও দুজন ক্রু ছিলেন। এছাড়া যে বাড়িটির ওপর বিমানটি আছড়ে পড়ে সেই বাড়িতে থাকা ৯ ব্যক্তিও এ ঘটনায় মারা যান। তারা সবাই একই পরিবারের সদস্য।

উল্লেখ্য, গত অক্টোবরে ওই একই বিমানবন্দর থেকে একটি কার্গো বিমান উড্ডয়নের এক ঘণ্টা পর বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবাই নিহত হয়েছিলেন।


বিভাগ : বিশ্ব


এই বিভাগের আরও