বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম বানাচ্ছে চীন

২২ এপ্রিল ২০২০, ০৬:৫১ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ এএম


বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম বানাচ্ছে চীন
চীনের ক্লাব গুয়াংজু এভারগ্রান্দের নির্মাণাধীন স্টেডিয়াম। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে ধুঁকছে গোটা পৃথিবী। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটির থাবায় আটকে আছে বিশ্বের প্রায় সব দেশের অর্থনীতির চাকা। অথচ এমন কঠিন সময়েও বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম বানাচ্ছে চীন।

চীনের ক্লাব গুয়াংজু এভারগ্রান্দে এই আর্থিক সংকটময় মুহূর্তেও ১ লাখ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি তৈরি করছে। 'পদ্ম ফুল'র মতো দেখতে এই স্টেডিয়াম বানাতে চাইনিজ সুপার লিগ চ্যাম্পিয়নদের খরচ হবে প্রায় ১.৭ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ১৪ হাজার কোটি টাকা। গুয়াংজু দাবি করছে, এটি হবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম। ২০২২ সালের শেষ নাগাদ এর নির্মাণ কাজ শেষ হবে।

দর্শক ধারণক্ষমতা বিচারে বার্সেলোনার ক্যাম্প ন্যুকে ধরা হয় বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম। কাতালান জায়ান্টদের এই স্টেডিয়ামে মোট দর্শক ধারণক্ষমতা ৯৯ হাজার ৩৫৪। সে হিসেবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে ছাড়িয়ে যাচ্ছে চায়নিজ সুপার লিগের দল গুয়াংজু। এই স্টেডিয়ামে এতদিন ধারণ ক্ষমতা ছিল ৬০ হাজার।

এভারগ্রান্দে রিয়াল এস্টেটের সভাপতি বলেন, বিশ্বমানের এই স্টেডিয়ামটি স্থাপত্য শিল্পের দিক দিয়ে সিডনির অপেরা হাউজ এবং দুবাইয়ের বুর্জ খলিফার সঙ্গে তুলনা করা হবে। বিশ্বে চীনের ফুটবল যেভাবে বিকশিত হচ্ছে, এটি হবে তার গুরুত্বপূর্ণ নিদর্শনের অন্যতম।

গুয়াংজু 'ফুলের শহর' হিসেবে পরিচিত। একথা মাথায় রেখেই পদ্ম ফুলের আদলে স্টেডিয়ামটি বানানো হচ্ছে। অন্য স্টেডিয়ামের মতো এই স্টেডিয়ামেও থাকবে প্রেস বক্স, খেলোয়াড়দের উন্নত ড্রেসিং রুম। এর সঙ্গে ভিভিআইপিদের জন্য থাকবে ব্যক্তিগত ১৬টি এবং ভিআইপিদের ১৫২টি আলাদা কামরা।

এশিয়া ও চীনের সবচেয়ে সফল ফুটবল ক্লাবের মধ্যে গুয়াংজু অন্যতম। আটবার চায়নিজ সুপার লিগ জিতেছে ক্লাবটি। এ ছাড়াও চীনের একমাত্র ক্লাব হিসেবে দু'বার এশিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ের রেকর্ড রয়েছে গুয়াংজুর।


বিভাগ : খেলা


এই বিভাগের আরও