আগামীকাল মঙ্গলবার সৌদি আরবে ঈদ

০৩ জুন ২০১৯, ০৯:৪৬ পিএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৮:০২ এএম


আগামীকাল মঙ্গলবার সৌদি আরবে ঈদ

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার (৪ জুন) পবিত্র ঈদুল ফিতর পালন করবে দেশটি।

সৌদি আরব ছাড়াও মঙ্গলবার মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ঈদ উদযাপন হবে। আজ সোমবার (০৩ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় আরবের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়।

এ দিন সৌদি আরবে প্রথম বড় জামাত অনুষ্ঠিত হবে মক্কার মসজিদুল হারামে সকাল ৬ টায়। এ জন্য মক্কার মসজিদুল হারামে কঠোর নিরাপওা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মক্কার প্রথম ঈদ জামাতে সৌদি নাগরিক, প্রবাসী ও ওমরাহ পালনে আসা লাখো মুসল্লি অংশ নেবেন।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। চাঁদ দেখা অনুসারে এবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মুসলমানরা ২৯টি রোজা রেখেছেন।

এদিকে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান-সহ আরো কয়েকটি দেশ ঘোষণা দিয়েছে যে, আগামী ৫ জুন (বুধবার) ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে।


বিভাগ : ধর্ম


এই বিভাগের আরও