নরসিংদী-৩ (শিবপুর) নৌকায় সমর্থন দিলো মান্নান ভূঁইয়া পরিষদ
২৪ ডিসেম্বর ২০১৮, ০১:৪৯ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৪:৪২ পিএম

নরসিংদী প্রতিবেদক
শিবপুর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নিয়ে নরসিংদী-৩ (শিবপুর) আসন। আসনটিতে মোট ভোটার ২ লাখ ২৪ হাজার ৫৩২ জন। এই আসনে নৌকা প্রতীকে সমর্থন জানিয়েছে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত আবদুল মান্নান ভূইয়ার নামে গঠিত সংগঠন আবদুল মান্নান ভূইয়া পরিষদ। রবিবার (২৩ ডিসেম্বর) দুপুরে পরিষদের আহ্বায়ক মোফাজ্জল হোসেন খান সেজু ও সদস্য সচিব, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা নৌকা প্রতীকের পক্ষে সমর্থনের কথা জানান। মান্নান ভূঁইয়ার অবর্তমানে শিবপুরের ভোটের রাজনীতিতে প্রভাব ফেলে আসছে আবদুল মান্নান ভূইয়া পরিষদ। সংগঠনটির নেতাকর্মীরা তথা মান্নান ভূঁইয়ার অনুসারীরা যেদিকের পক্ষ নেয় তারাই সেখানে বিজয়ী হয়ে আসছেন। শেষ সময়ে এসে এবার নৌকা প্রতীকের পক্ষ নেয়ায় ঘুরে গেল ভোটের রাজনীতির হিসাব।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া এক এগারোর সময় সংস্কারের ডাক দিয়ে বিএনপি থেকে বহিস্কার হন। পরবর্তীতে তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের প্রার্থী জহিরুল হক ভূইয়া মোহনের কাছে পরাজিত হন। পরবর্তীতে ২০১০ সালে তিনি মারা যান। এরপর তাঁর অনুসারীরা শিবপুরে আবদুল মান্নান ভূইয়া পরিষদ গঠন করেন। তাঁরা শিবপুরে ভোটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করে। মৃত্যুর আট বছর পরও তাঁর প্রভাব ধরে রেখেছেন প্রয়াত এই নেতার অনুসারীরা। এই পরিষদের নেতা-কর্মীরা যে প্রার্থীর পক্ষে যাবেন, নির্বাচনী লড়াইয়ে সেই প্রার্থী সুবিধায় থাকবেন বলে স্থানীয় ভোটারদের মত।
তাঁরা আরও জানান, ২০১৪ সালের সংসদ নির্বাচনে পরিষদের অধিকাংশ নেতাকর্মী নৌকার প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম মোল্লার বিজয়ে প্রত্যক্ষ ভূমিকা ছিল মান্নান ভূঁইয়ার অনুসারীদের। এবারও সিরাজুল ইসলাম মোল্লা আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এবার বর্তমান সাংসদ সিরাজুল ইসলাম মোল্লার পাশাপাশি আসনটিতে নির্বাচনী লড়াইয়ে আছেন আওয়ামী লীগের জহিরুল হক ভূঞা মোহন, বিএনপির মনজুর এলাহীসহ আটজন। প্রার্থীদের সবাই মান্নান ভূঁইয়ার অনুসারীদের পক্ষে টানতে কাজ করছেন। সর্বশেষ গতকাল রবিবার দুপুরে পরিষদের আহ্বায়ক মোফাজ্জল হোসেন খান সেজু ও সদস্য সচিব শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামানের হাত থেকে ফুলের নৌকা গ্রহণ করে আনুষ্ঠানিভাবে সমর্থন জানান।
তবে এ ব্যাপারে অন্য প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা বলছেন, আবদুল মান্নান ভূইয়া পরিষদ আর আগের মতো ঐক্যবদ্ধ নেই। তারপরও বড় একটি অংশ পরিষদের সঙ্গে যুক্ত আছে। এই অংশ যেদিকে যাবে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তাঁর জন্য সহজ হবে।
পরিষদের উপজেলা চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা বলেন, ‘বিএনপি এখনো আমাদের নেতা প্রয়াত আবদুল মান্নান ভূইয়ার বহিস্কারাদেশ প্রত্যাহার করেনি। তাই আমরা এ নির্বাচনে বাংলাদেশের উন্নয়নের ও শান্তির স্বার্থে নৌকায় সমর্থন দিয়েছি।’
আওয়ামী লীগের প্রার্থী জহিরুল হক ভূঞা মোহন বলেন, ‘আবদুল মান্নান ভূইয়া পরিষদ শিবপুরের রাজনীতিতে বড় একটি প্রভাব ফেলে। বর্তমান সরকারের উন্নয়নে ধারাবাহিকতায় নিজেকে সামিল করতে তাঁরা নৌকা প্রতীককে সমর্থন জানিয়েছেন। এটা ভোটে ইতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করছি।’
বিভাগ : নরসিংদীর খবর
বিষয় : জাতীয়-নির্বাচন , বিএনপি , নরসিংদী
- ৪৫ কেজি গাঁজাভর্তি গাড়ীসহ ১ জন আটক
- নরসিংদীতে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা, ৭ জন গ্রেপ্তার
- চাঁদাবাজির অভিযোগে আটক দুইজনকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা
- নরসিংদী-৩ (শিবপুর) আসনে মনজুর এলাহীর গণসংযোগ
- আলোকবালীতে ফের দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত, আহত ১০
- দূর্গাপূজায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার আহবান খায়রুল কবির খোকনের
- হাসপাতালে ভাংচুর ডাক্তার-নার্স ও কর্মচারীদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন
- আ.লীগ বন্ধু সেজে হিন্দু সম্প্রদায়ের ক্ষতি করেছে :ড. মঈন খান
- শিবপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
- ঘোড়াশাল রেলসেতুতে ট্রেনে কাটাপড়ে নারী নিহত
- ৪৫ কেজি গাঁজাভর্তি গাড়ীসহ ১ জন আটক
- নরসিংদীতে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা, ৭ জন গ্রেপ্তার
- চাঁদাবাজির অভিযোগে আটক দুইজনকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা
- নরসিংদী-৩ (শিবপুর) আসনে মনজুর এলাহীর গণসংযোগ
- আলোকবালীতে ফের দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত, আহত ১০
- দূর্গাপূজায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার আহবান খায়রুল কবির খোকনের
- হাসপাতালে ভাংচুর ডাক্তার-নার্স ও কর্মচারীদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন
- আ.লীগ বন্ধু সেজে হিন্দু সম্প্রদায়ের ক্ষতি করেছে :ড. মঈন খান
- শিবপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
- ঘোড়াশাল রেলসেতুতে ট্রেনে কাটাপড়ে নারী নিহত