রায়পুরায় চিরনিদ্রায় শায়িত হবেন বিশিষ্ট বক্তা তোফাজ্জল হোসেন ভৈরবী

১১ জুন ২০২০, ০৮:৪৪ পিএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪, ০১:৩৩ এএম


রায়পুরায় চিরনিদ্রায় শায়িত হবেন বিশিষ্ট বক্তা তোফাজ্জল হোসেন ভৈরবী
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

ভৈরব বাসষ্ট্যান্ড জামে মসজিদের খতিব, সারা দেশে আলোচিত বক্তা মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। বৃহস্পতিবার (১১ জুন) বিকাল সাড়ে তিনটার দিকে তিনি ইন্তেকাল করেন।

পরিবার সূত্রে জানা গেছে, মাওলানা তোফাজ্জল হোসেন হার্টের রোগী ছিলেন। কয়েকদিন যাবত অসুস্থও ছিলেন। আজ বৃহস্পতিবার বিকেলে স্ট্রোক করলে তাকে হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর গ্রামে মায়ের পাশে তাকে দাফনের কথা রয়েছে। মৃত্যুর সময় তিনি স্ত্রী দুই ছেলে দুই মেয়ে রেখে যান।



এই বিভাগের আরও