রায়পুরার ভিটি মরজালে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

১০ জুন ২০২০, ০৪:৪৯ পিএম | আপডেট: ০৩ এপ্রিল ২০২৫, ০৫:০৩ এএম


রায়পুরার ভিটি মরজালে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর রায়পুরা উপজেলার ভিটি মরজাল গ্রামে করোনা উপসর্গ নিয়ে টুটুল মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। টুটুল ওই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। বুধবার (১০ জুন) দুপুরে কোভিড ডেডিকেটেড নরসিংদী জেলা হাসপাতালে নমুনা দিতে গেলে নমুনা দেয়ার আগেই সেখানে তার মৃত্যু হয়।

নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এএনএম মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, টুটুল কয়েকদিন ধরে জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে আজ করোনা পরীক্ষার নমুনা দেয়ার জন্য নরসিংদী জেলা হাসপাতালে যায় সে। সেখানে নমুনা দেয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এএনএম মিজানুর রহমান জানান, করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন তিনি। অবস্থা সংকটাপন্ন হওয়ায় আগে তাকে ভর্তির পরামর্শ দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার আধা ঘন্টার মধ্যেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে তার করোনার উপসর্গ ছিল। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলেই করোনা কী না নিশ্চিত করে বলা যাবে।



এই বিভাগের আরও