রায়পুরার চাঁনপুরে স্কুলছাত্রী হত্যা: এক সপ্তাহেও গ্রেফতার হয়নি প্রধান আসামী বাবুল
০৩ এপ্রিল ২০২০, ০৪:২২ পিএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪, ০২:২৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের চাঁনপুরে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে স্কুলছাত্রী সোনিয়া আক্তার (১৩) হত্যার ঘটনার এক সপ্তাহ পার হলেও গ্রেফতার হয়নি প্রধান আসামী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া। উল্টো মামলার বাদী পক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করাসহ হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারটির। এতে নিরাপত্তাহীনতায় দিন পার করছে নিহতের পরিবারটি।
নিহত স্কুলছাত্রীর পরিবার ও স্থানীয়রা জানান, চাঁনপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এরই জের ধরে ২৭ মার্চ শুক্রবার রাতে এলাকায় উত্তেজনা দেখা দিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরদিন ২৮ মার্চ শনিবার সকালে যুবলীগ নেতা নাসির মিয়ার পক্ষের লোকজন পালিয়ে গেলে আ’লীগ নেতা বাবুল মিয়া তার দলবল নিয়ে নাসির গ্রুপের সমর্থক লোকজনের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর শুরু করে।
এক পর্যায়ে বাবুল মিয়া কালিকাপুর গ্রামের জালাল মিয়াকে মারধর শুরু করলে তার স্কুলপড়ুয়া মেয়ে সোনিয়া আক্তার বাবাকে বাঁচাতে এগিয়ে আসে। এসময় বাবুল ও তার লোকজনের টেঁটার আঘাতে গুরুতর আহত হয় সোনিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সোনিয়ার মৃত্যু ঘটে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশ যুবলীগ নেতা নাসির এবং আ’লীগ নেতা বাবুল মিয়ার সমর্থক সাত্তার ও এরশাদকে গ্রেফতার করে।
এদিকে কালিকাপুর গ্রামের জালাল মিয়ার মেয়ে ও সদাকরকান্দি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সোনিয়া আক্তার হত্যার ঘটনায় তার বাবা জালাল মিয়া বাদী হয়ে বাবুল মিয়াকে প্রধান আসামী করে রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাদী পক্ষের অভিযোগ, মামলা দায়ের করার পর প্রধান আসামী বাবুল মিয়াসহ অন্য আসামীদের গ্রেফতার করছে না থানা পুলিশ। এতে আসামীরা এলাকায় প্রভাব বিস্তার করে উল্টো বাদিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। সোনিয়া হত্যা মামলা প্রত্যাহার করা না হলে বাবুল ও তার সহযোগীরা জীবননাশের হুমকি দিয়ে যাচ্ছে বলেও জানান, সোনিয়ার বাবা জালাল মিয়া।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির বলেন, এ ঘটনায় এ পর্যন্ত মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাবুলসহ বাকি আসামীরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তাদেরকে গ্রেফতারের জন্য জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- নরসিংদী উপজেলা চেয়ারম্যানের কক্ষে ভাংচুর, ক্ষতিপূরণ আদায় করে মীমাংসা করলেন ইউএনও
- মৎস্য আহরণ বন্ধে দ্রুত কমিটি গঠনের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার
- মৎস্য অধিদপ্তরের জন্য ৮২টি নতুন পদ সৃজন
- আলোকবালীতে সেতু বাস্তবায়নে আন্দোলন কমিটি গঠন
- আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন চালুর দাবিতে মানববন্ধন
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- নরসিংদী উপজেলা চেয়ারম্যানের কক্ষে ভাংচুর, ক্ষতিপূরণ আদায় করে মীমাংসা করলেন ইউএনও
- মৎস্য আহরণ বন্ধে দ্রুত কমিটি গঠনের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার
- মৎস্য অধিদপ্তরের জন্য ৮২টি নতুন পদ সৃজন
- আলোকবালীতে সেতু বাস্তবায়নে আন্দোলন কমিটি গঠন
- আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন চালুর দাবিতে মানববন্ধন
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি