মরজালে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে প্রবাসীর বাড়িঘরে মিথ্যা হামলার ভিডিও ভাইরাল !
৩১ মার্চ ২০২০, ০৬:৫৭ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ০৯:৩৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক প্রবাসীর বাড়ির চৌচালা টিনের ঘরে চারদিক থেকে লাঠিসোটা দিয়ে হামলা চালিয়ে ভাংচুর করছেন অর্ধশতাধিক মানুষ। প্রায় ৫০ মিনিটের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ঘটনাটি নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল গ্রামের।
গত সোমবার ও মঙ্গলবার এই দুদিন ধরে 'ভালোবাসা সীমাহীন' ও 'নবাবজাদা' নামের দুইটি ফেসবুক পেইজসহ একাধিক একাউন্ট থেকে ভিডিওটি ভাইরাল করা হয়। এ নিয়ে জেলা ও জেলার বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিয়া প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিষয়টি দৃষ্টিগোচর হয় স্থানীয় প্রশাসনেরও। এ অবস্থায় স্থানীয় পুলিশ প্রশাসন খোঁজ করে রায়পুরার মরজালে এমন কোন বাড়িঘরের অস্তিত্ব ও হামলার ঘটনার সত্যতা পায়নি।
এ গুজব ছড়ানোর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো: জাকির হাসান।
সত্যতা জানতে যোগাযোগ করা হলে জেলা পুলিশ জানায়, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার হাপানিয়া এলাকার মাজার কেন্দ্রিক একটি হামলার ঘটনার ভিডিও এটি। বেশ আগের এই ভিডিওটি নরসিংদীর রায়পুরার মরজালের ঘটনা বলে গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করা হচ্ছে। সেখানে উল্লেখ করা হচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত এক প্রবাসীর বাড়িতে এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটানো হয়েছে। অথচ একই ভিডিও অন্য আইডি থেকে কয়েকদিন আগে রায়পুরার চরাঞ্চলের চাঁনপুরের সংঘর্ষের ঘটনা হিসেবেও ভাইরাল করা হয়েছিল। সম্পুর্ণ ভিত্তিহীন এই ভিডিওটির মিথ্যা অপপ্রচার করে স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে মাঠে নেমেছে পুলিশ।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মরজাল এলাকার সাদেক মিয়া ও সজিব মিয়া নামের দুইভাই তিন-চারমাস আগে দেশে ফিরেছেন। একজন সৌদি আরব থেকে অন্যজন সিঙ্গাপুর থেকে। দেশে ফেরার পর তাদের সঙ্গে চাচাত ভাইদের জমিজমা নিয়ে বিরোধে ঝগড়া হলেও পরবর্তীতে তা মিমাংসা হয়ে যায়। এছাড়া অন্য কোন প্রবাসীর বাড়িঘরে হামলা-ভাংচুরের ঘটনা মরজাল বা রায়পুরায় ঘটেনি। করোনাভাইরাস নিয়ে চলমান আতঙ্কের এই সময়ে এমন স্পর্শকাতর একটি ভিডিও ছড়িয়ে দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জাকির হাসান বলেন, একই ভিডিও কয়েকটি ঘটনায় ভাইরাল হওয়ার বিষয়টি আমরা খতিয়ে দেখছি। পুলিশের সাইবার ক্রাইম ইউনিট আমাদের জানিয়েছে, ভিডিওটি মূলত কিশোরগঞ্জের কুলিয়ারচরের। এই ঘটনায় সাইবার অপরাধ আইনে মামলা করা হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
- স্ত্রীর সঙ্গে কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা
- যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়
- আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে: খায়রুল কবির খোকন
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
- স্ত্রীর সঙ্গে কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা
- যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়
- আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে: খায়রুল কবির খোকন