রায়পুরায় হানাদার মুক্ত দিবস পালিত

১০ ডিসেম্বর ২০১৯, ০৭:১১ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ০৯:৩৯ এএম


রায়পুরায় হানাদার মুক্ত দিবস পালিত

রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে বর্ণাঢ্য র‌্যালি করেছে সেক্টর কমান্ডারস ফোরাম-৭১ রায়পুরা উপজেলা শাখা।
র‌্যালিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে বের হয়ে সদর এলাকার বিভিন্ন গলি প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সেক্টর কমান্ডারস ফোরাম-৭১ রায়পুরা উপজেলার সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারস ফোরাম-৭১ নরসিংদী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, পৌর মেয়র মোঃ জামাল মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, দুদকের সাবেক পরিচালক মোঃ আজিজ আহমেদ ভুইয়া, পাসপোর্ট অধিদপ্তরের সাবেক পরিচালক মোঃ কফিল উদ্দিন ভুইয়া, বিভাগীয় সাবেক উপ-কমিশনার মোঃ তাজুল ইসলাম প্রমূখ।



এই বিভাগের আরও