জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে রায়পুরায় র‌্যালী

০৬ নভেম্বর ২০১৯, ০৩:২২ পিএম | আপডেট: ৩১ মার্চ ২০২৫, ০৪:০৭ পিএম


জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে রায়পুরায় র‌্যালী

রায়পুরা প্রতিনিধি:

জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৯ উপলক্ষে নরসিংদীর রায়পুরায় র‌্যালী বের করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার (৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাঙ্গনে র‍্যালী ও ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়।

র‍্যালী ও ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো.শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাদেক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আমিনুর রশিদ, মহিলা ভাইস্ চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, এস.এ.পি.পি.ও আব্দুল মান্নানসহ অন্যান্য উপসহকারী কৃষি অফিসারবৃন্দ এবং বিভিন্ন এলাকার কৃষাণ কৃষানীরা উপস্থিত ছিলেন।



এই বিভাগের আরও