রায়পুরায় নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল প্রতিবন্ধি বালকের

৩০ আগস্ট ২০১৯, ০৪:২৮ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪, ১২:১২ পিএম


রায়পুরায় নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল প্রতিবন্ধি বালকের
ছবি সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর রায়পুরায় পাহাড়িয়া নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় রাফি (১৩) নামের এক প্রতিবন্ধি বালক। পরে ফায়ার সার্ভিসের ডুবরী দলের চেষ্টায় নিখোঁজের চার ঘন্টা পর শুক্রবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত রাফি রায়পুরা উপজেলার ডৌকারচর গ্রামের কাশেম সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টায় প্রতিবন্ধি ওই বালক পরিবারের সকলের চোঁখ ফাঁকি দিয়ে পাহাড়িয়া নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়। পরে গ্রামবাসীরা অনেক খোঁজাখোজি করেও তার কোন সন্ধান করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে গাজীপুরের টঙ্গীর ফায়ার সার্ভিসের একদল ডুবরী ঘটনাস্থল এসে উদ্ধার তৎপরতা চালিয়ে নদী থেকে রাফির মৃতদেহ উদ্ধার করেন।



এই বিভাগের আরও