রায়পুরায় মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

২১ মে ২০১৯, ০৪:২৬ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৫৬ পিএম


রায়পুরায় মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

রায়পুরা প্রতিনিধি ॥
নরসিংদীর রায়পুরায় মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে রায়পুরা থানা পুলিশ।
আজ মঙ্গলবার (২১ মে) দুপুরে খবর পেয়ে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের ফকিরেরচর মেঘনা ঘাট থেকে অজ্ঞাত পরিচয় ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা ওই যুবকের মৃতদেহটি নদীতে ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করলেও তার পরিচয় শনাক্ত করতে পারেনি।
রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) তারক চন্দ্র শীল বলেন, ওই যুবকের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 



এই বিভাগের আরও