রায়পুরায় কালবৈশাখী ঝড়ে ১ শিশু নিহত, আহত ১

১৪ মে ২০১৯, ০৩:১০ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ১১:৩৫ এএম


রায়পুরায় কালবৈশাখী ঝড়ে ১ শিশু নিহত, আহত ১


রায়পুরা প্রতিনিধি ॥
নরসিংদীর রায়পুরায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ফয়সাল (০৮) নামে প্রথম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। সে রায়পুরা পৌর এলাকার প্রবাসী পল্টু মিয়ার ছেলে। এসময় আহত হয়েছে ফয়সালের অপর এক সহপাঠী একই এলাকার আলিফ মিয়া। রায়পুরা পৌর এলাকার থানাহাটি এলাকায় এ ঝড়ের ঘটনা ঘটে।


নিহত ফয়সালের স্বজনরা জানান, সোমবার (১৩ মে) ইফতারের কিছুক্ষণ পূর্বে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় ফয়সাল ও তার সহপাঠীরা মিলে বাড়ীর অঙ্গিনায় আম কুড়াতে বের হলে আম গাছের ডাল ভেঙ্গে তাদের উপর পড়ে। তাদের চিৎকারে স্বজনরা ঘর থেকে বের হয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ফয়সালকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফয়সালকে মৃত ঘোষণা করেন।



এই বিভাগের আরও