রায়পুরায় বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, একই পরিবারের চারজন দগ্ধ
০৯ এপ্রিল ২০১৯, ০৪:৫৩ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ১১:৩৬ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর রায়পুরায় পূর্ব বিরোধের জের ধরে একটি ঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। আগুনে একই পরিবারের তিন শিশুসহ চারজন অগ্নিদগ্ধ হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) ভোররাতে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুরে এই ঘটনা ঘটে। অগ্নিদগ্ধদের প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
অগ্নিদগ্ধরা হলো উপজেলার লোচনপুর গ্রামের সামসুল মিয়ার মেয়ে প্রীতি (১১), সুইটি (১৩), মুক্তামণি (১৬) এবং তাদের ফুফু আবদুল খালেকের স্ত্রী খাতুন নেছা (৬৫)।
নরসিংদীর পুুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি লোচনপুরের দুলাল গাজী হত্যাকাণ্ডের পর একই গ্রামের সামসুল মিয়ার দুই ছেলে সোহাগ ও বিপ্লব মিয়াকে আসামি করা হয়। এরপর থেকে সামসুল মিয়ার পরিবার গা-ঢাকা দিয়ে ছিল। কিছুদিন আগে বিপ্লব উচ্চ আদালত থেকে জামিন পায়। এরপর গতকাল সোমবার (৮ এপ্রিল) নিজ বাড়িতে আসেন বিপ্লব মিয়ার পরিবারের সদস্যরা। ভোর রাতে নিজ বাড়ির একটি বসতঘরে অগ্নিদগ্ধ হয় বিপ্লব মিয়ার তিন বোন ও ফুফু। তবে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সে সম্পর্কে কিছু বলতে পারছেন না এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে সামান্য পানিতেই আগুন নিভিয়ে ফেলেছে।
আহত তিন শিশুর বড় বোন রতœা আক্তার সাংবাদিকদের বলেন, ‘প্রতিবেশী শিপন ও কাজলদের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। তারা আমার দুই ভাই সোহাগ ও বিপ্লবকে হত্যা মামলার মিথ্যা আসামি করেছে। ভাইয়েরা এখন পালিয়ে বেড়াচ্ছে। গত ডিসেম্বরে আমার বাবা শামছুল হক মারা যান। এরপর থেকে তারা (প্রতিবেশীরা) আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে।
মঙ্গলবার ভোরে আমরা সবাই বাসায় ঘুমিয়ে ছিলাম। তখন পাশের বাড়ির শিপন, কাজল, রবিন, লোকমানসহ কয়েকজন আমাদের ঘরে বোমা মেরে আগুন ধরিয়ে দেয়।’
প্রতিবেশী রমিজ উদ্দিন জানান, ‘ভোরে কান্নাকাটির শব্দ শুনে ওই বাড়িতে গিয়ে দেখি ঘরে আগুন লেগে সামান্য কাপড়চোপড় পুড়ে গেছে। তবে কীভাবে আগুন লেগেছে কিছুই জানি না।’
উত্তর বাখরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনা কখন ঘটেছে জানি না। তবে ধারণা করছি হত্যা মামলার আসামি বিপ্লব পাল্টা মামলার করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।’
ঘটনাস্থল পরিদর্শন শেষে নরসিংদীর পুুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, ঘটনাটি অগ্নিকাণ্ড নাকি পেট্রোল বোমা সে সম্পর্কে স্পষ্টভাবে কিছুই বোঝা যাচ্ছে না। তবে দাহ্য পদার্থ জাতীয় আলামত পাওয়া গেছে। এটা বড়ধরণের অগ্নিকাণ্ড নয়, ফায়ার সার্ভিস সামান্য (এক বদনা) পানি দিয়েই আগুন নিভিয়ে ফেলেছে। আহতরা নিজেরাই হাসপাতালে গিয়েছেন। বাড়ির মালিক বিপ্লব হত্যাসহ একাধিক মামলার আসামী। এ ঘটনায় এখনও পর্যন্ত মামলা হয়নি।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদী উপজেলা চেয়ারম্যানের কক্ষে ভাংচুর, ক্ষতিপূরণ আদায় করে মীমাংসা করলেন ইউএনও
- মৎস্য আহরণ বন্ধে দ্রুত কমিটি গঠনের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার
- মৎস্য অধিদপ্তরের জন্য ৮২টি নতুন পদ সৃজন
- আলোকবালীতে সেতু বাস্তবায়নে আন্দোলন কমিটি গঠন
- আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন চালুর দাবিতে মানববন্ধন
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- নরসিংদী উপজেলা চেয়ারম্যানের কক্ষে ভাংচুর, ক্ষতিপূরণ আদায় করে মীমাংসা করলেন ইউএনও
- মৎস্য আহরণ বন্ধে দ্রুত কমিটি গঠনের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার
- মৎস্য অধিদপ্তরের জন্য ৮২টি নতুন পদ সৃজন
- আলোকবালীতে সেতু বাস্তবায়নে আন্দোলন কমিটি গঠন
- আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন চালুর দাবিতে মানববন্ধন
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩