চরমধুয়ায় আওয়ামীলীগের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

২৬ ডিসেম্বর ২০১৮, ০৭:৫৮ পিএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৬:১৪ পিএম


চরমধুয়ায় আওয়ামীলীগের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত
চরমধুয়ায়-আওয়ামীলীগের-নির্বাচনী-আলোচনা-সভা

রায়পুরা প্রতিনিধি

রায়পুরার চরমধুয়া ইউনিয়নে আওয়ামীলীগের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ডিসেম্বর)বিকালে চরমধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল সালাম সিকদারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু এমপির ছেলে রাজিব আহমেদ পার্থ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আহসান শিকদার, আওয়ামীলীগ নেতা প্রবাদ সূত্রধর, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহাঙ্গীর, শ্রীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজ মোরশেদ খান রাসেল, আওয়ামীলীগ নেতা ডা: ফরিদ, ইউনিয়ন যুবলীগ নেতা মো: আলী, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদ, সাবেক ছাত্রনেতা মিলন মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দুলাল মিয়া, সাধারণ সম্পাদক জুনায়েদ খান, বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: বাবুল, সাংগঠনিক সম্পাদক কবীর সরকার, মহিলা নেত্রী তহমিনা মানিক, নাসিমা বেগম, শাহানাজ আক্তার, সীমা খানম, শিউলী মেম্বার, তাহনিয়া ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজিব আহমেদ পার্থ বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে এদেশের ব্যাপক উন্নয়ন হয় ও জনগণের ভাগ্যের পরিবতর্ন ঘটে। তাই আপনারা সবাই দেশের উন্নয়নের জন্য সকলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। নৌকা বিজয়ী হলে চরমধুয়াসহ সকল চরাঞ্চলের অসাপ্ত দাবী পূরণ করবেন আমার পিতা রাজি উদ্দিন আহমেদ রাজু।

 



এই বিভাগের আরও