মানব পাচার সচেতনতায় নরসিংদীতে স্কুল ক্যাম্পেইন
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৬ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০০ পিএম

নিজস্ব প্রতিবেদক:
মানব পাচার সচেতনতায় নরসিংদীতে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পেইনের আয়োজন করে রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) নামে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি গবেষণা প্রতিষ্ঠান ।সুইজারল্যান্ড এম্বাসির অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে তাদের চলমান প্রকল্প "আশ্বাস : মানব পাচার থেকে মুক্ত পুরুষ ও নারীর জন্য" এর আওতায় ক্যাম্পেইনটি আয়োজন করা হয়।
ক্যাম্পেইনে স্কুলের শিক্ষার্থীদের মাঝে মানব পাচার সচেতনতা তৈরিতে অভিবাসন, বাংলাদেশের শ্রম-অভিবাসন ও মানব পাচার এবং নরসিংদী জেলায় মানব পাচারের প্রেক্ষাপট তুলে ধরা হয় এবং এই বিষয়ে শিক্ষার্থীদের দলীয় কাজের মাধ্যমে আলোচনা করতে দেয়া হয়।পরবর্তীতে তাদের মাঝে এই বিষয়ে একটি বিশেষ কুইজের আয়োজন করা হয়। কুইজে পুর্ণ নম্বর পাওয়া ৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয় এবং বিজয়ীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে আয়োজকরা।
হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মুমিনুল হক বলেন, নরসিংদী বরাবরই একটি অভিবাসন প্রবণ এলাকা। এই অঞ্চলের মানুষ অন্য যেকোন পেশার চেয়ে অভিবাসনকে বেশি গুরুত্ব দেয়। বিপুল পরিমান মানুষ প্রতি বছর এ জেলা থেকে বিদেশে যায় এবং বেশিরভাগই অসচেতনতার অভাবে প্রতারণার শিকার হয়। এর মধ্যে প্রচুর পাচারের ঘটনাও থাকে তা অনেকেরই অজানা। স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এই ক্যাম্পেইন আয়োজনের ফলে তাদের মধ্যে সচেতনতা তৈরি হবে এবং তারা তাদের পরিবার ও আশেপাশের মানুষদের সচেতন করতে পারবে। নিজেরাও ভবিষ্যতে সতর্ক পদক্ষেপ নিতে পারবে বলে আমি মনে করি।
রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) এর প্রোগ্রাম অফিসার মোঃ মৃদুল খান বলেন, নরসিংদী সারাদেশের মধ্যে মানব পাচারের অন্যতম সোর্স (উৎসস্থল) এবং ট্রাঞ্জিট পয়েন্ট (বিরতিস্থান) হিসেবে চিহ্নিত। এখানে একাধিক মানব পাচারকারী চক্র সক্রিয়। ফলে এই জেলায় প্রচুর মানব পাচারের ঘটনা ঘটেছে এবং ঘটছে। আমরা আমাদের প্রকল্প থেকে মুলত মানব পাচার সচেতনতা ও প্রতিরোধে কাজ করছি। নরসিংদী জেলায় মাঠ পর্যায়ে সচেতনতা তৈরী ও মানবপাচার প্রতিরোধে আমরা সাংস্কৃতিক বিভিন্ন টুলস নিয়ে সামনে আরও ব্যাপক আকারে কাজ শুরু করতে যাচ্ছি। পাশাপাশি এই স্কুল ক্যাম্পেইন কর্মসুচিও চলমান থাকবে।
ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামীমা বেগম, দীপক কুমার দাস, এখন টেলিভিশনের নরসিংদী প্রতিবেদক রাকিবুল ইসলাম প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদী -৩ (শিবপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনজুর এলাহীর গণসংযোগ
- বিএনপি সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না :ড. মঈন খান
- বর্তমান সংবিধান সাধারণ মানুষের সংবিধান নয় : সারোয়ার তুষার
- শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাতো ভাইয়েরা
- পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
- চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
- ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান
- সমুদ্রে আমাদের সম্পদ এখনো অজানা :মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- শিবপুরে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত
- সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে
- নরসিংদী -৩ (শিবপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনজুর এলাহীর গণসংযোগ
- বিএনপি সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না :ড. মঈন খান
- বর্তমান সংবিধান সাধারণ মানুষের সংবিধান নয় : সারোয়ার তুষার
- শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাতো ভাইয়েরা
- পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
- চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
- ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান
- সমুদ্রে আমাদের সম্পদ এখনো অজানা :মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- শিবপুরে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত
- সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে