করোনাভাইরাস প্রতিরোধে পলাশে ১০ সংগঠনের তৎপরতা অব্যাহত

২৮ মার্চ ২০২০, ০৪:১৭ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০১:৫৩ পিএম


করোনাভাইরাস প্রতিরোধে পলাশে ১০ সংগঠনের তৎপরতা অব্যাহত

শরীফ ইকবাল রাসেল:
নরসিংদীর পলাশ উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে দিনরাত কাজ করে যাচ্ছে ১০টি সামাজিক সংগঠন। উপজেলায় যানবাহন ও পথচারী চলাচলকারী সকল রাস্তা ও যানবাহন জীবাণুমুক্ত করতে জীবাণুনাশক ওষধ ছিটানো, রাস্তায় চলাচলকারী যানবাহনের চালক ও পথচারীদের মাছে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ, লিকুইড সাবান বিতরণ, অযথা রাস্তায় চলাচলকারী মানুষকে ঘরে পাঠানো, চা স্টলসহ নিষিদ্ধকৃত দোকানপাট বন্ধ রাখা নিশ্চিতকরণে কাজ করছে এসব সংগঠন। প্রশাসনের পাশাপাশি সরকারকে সহযোগীতার জন্য সামাজিক দায়িত্ব হিসেবে এসকল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সংগঠনগুলো।

সংগঠনগুলো হলো, পলাশ ক্লাব, রিপোর্টার্স ক্লাব, পলাশ থানা ব্লাড ডোনার, দূরন্ত পলাশ, স্মাইল, পলাশের পাপড়ি, উদ্দীপ্ত তারুণ্য, বিডি ক্লিন, জাগরণী সংসদ ও ঢাকা ইউনির্ভাসিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব পলাশ ক্লাব।

সংগঠনগুলোর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন পলাশ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পলাশ ক্লাবের সভাপতি মো. আল মুজাহিদ হোসেন তুষার। বিগত ৭দিন যাবৎ সংগঠনগুলো এসকল কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শনিবার সকালে পলাশ বাসস্ট্যন্ড এলাকায় শহরে চলাচলকারী যানবাহন চালক ও পথচারীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এসময় রাস্তায় জীবানুনাশক ওষধ স্প্রে করে জীবানু মুক্ত করা করা হয়।

এছাড়া করোনায় হতদরিদ্র ঘরবন্ধী মানুষের মাঝে চাল, ডাল আলুসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়। শহরের বিভিন্ন এলাকায় ৫টি পয়েন্টে অর্ধেক দাম ভর্তুকি দিয়ে দোকান খোলা হয়েছে, যেখান থেকে অর্ধেক মূল্য পরিশোধ করেই নিত্যপ্রয়েজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন দরিদ্র মানুষ।


স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বয়ক আল-মুজাহিদ হোসেন তুষার জানান, উপজেলার ১০ টি স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে একটি স্বেচ্ছাসেবী বাহিনী গঠন করা হয়েছে। এই বাহিনীর মাধ্যমে প্রতিদিন উপজেলার হাটবাজার, যানবাহন ও জনসমাগমস্থলগুলো জীবাণুনাশক স্প্রে ছিটানো হচ্ছে। এছাড়া করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে করোনা প্রতিরোধে ঘরে অবস্থান করতে মানুষকে সচেতনতার কাজও করে যাচ্ছে।



এই বিভাগের আরও