পলাশে সড়কের নকশা পরিবর্তনের দাবিতে মানববন্ধন

২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৩ পিএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৮:০৯ এএম


পলাশে সড়কের নকশা পরিবর্তনের দাবিতে মানববন্ধন
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর ডাঙ্গা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের ভূমি অধিগ্রহণ নকশার পরির্বতনের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঘোড়াশাল পৌরসভার ঘাঘড়া এলাকায় এই মানববন্ধন করা হয়। 
 
বসত বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীম উপাসনালয় ও বন্যা নিয়ন্ত্রণ স্লুইচ গেইট রক্ষার্থে এ মানববন্ধন করা হয়। এতে ক্ষতিগ্রস্থ অর্ধশত গ্রামবাসী অংশ নেয়। 
 
এ সময় এলাকারবাসীর পক্ষে বক্তব্য রাখেন, ঘোড়াশাল পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফরহাদ হোসেন, জাতীয় পার্টির পলাশ শাখার আহবায়ক জাকির মৃধা।
 
মানববন্ধনে বক্তারা বলেন, ডাংগা বাজার থেকে ঘোড়াশাল পর্যন্ত সড়ক প্রশস্থকরণের জন্য জমি অধিগ্রহণে ঘাঘড়া মৌজার পূবালী বাজার থেকে ঘোড়াশাল বাজার পর্যন্ত একাধিক বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় রয়েছে। এই স্থান 
দিয়ে সড়ক নির্মাণ হলে এলাকার ব্যাপক ক্ষতি সাধন হবে। বসত বাড়িসহ ধর্মীয় উপাসনালয় রক্ষার্থে অধিগ্রহনের নকশা পরিবর্তন করে অন্য স্থান নির্ধারণ করে সড়ক নির্মানের আহবান জানান এলাকাবাসী। এদিকে নকশা পরিবর্তনের দাবীতে ইতিমধ্যে জেলা প্রশাসক ও সড়ক বিভাগ বরাবরে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।


এই বিভাগের আরও