পলাশে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

২২ জুলাই ২০২২, ০২:৪৩ পিএম | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ পিএম


পলাশে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রনি মিয়া (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার শহীদ ময়েজ উদ্দিন সেতুর দক্ষিণ পাশ থেকে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রনি মিয়া ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ চরপাড়া গ্রামের জামান মিয়ার ছেলে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, গ্রেপ্তারকৃত রনি মিয়া দীর্ঘদিন যাবত ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন মহল্লায় ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাজেদুর রহমান তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



এই বিভাগের আরও