পলাশে শিক্ষক-সুপারভাইজারদের বুনিয়াদী প্রশিক্ষণ শুরু

০৪ জুলাই ২০২২, ০২:৩২ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ পিএম


পলাশে শিক্ষক-সুপারভাইজারদের বুনিয়াদী প্রশিক্ষণ শুরু

আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে ১২ দিনব্যাপী শিক্ষক-সুপারভাইজারদের এক বুনিয়াদী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বুনিয়াদী প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ সহায়ক সংস্থার (জিবিএসএস) বাস্তবায়নে ও নরসিংদী জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে বুনিয়াদী প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

জিবিএসএস এর নির্বাহী পরিচালক মাসুদা ফারুক রত্নার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও গ্রাম বিকাশ সহায়ক সংস্থার চেয়ারম্যান সাজেদা বানু, উপজেলা কৃষি অফিসার আবু নাদির এসএ সিদ্দিকী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার দিলরুবা ইয়াসমিন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসরিন আক্তার।

গ্রাম বিকাশ সহায়ক সংস্থার সদস্য মো. এমরান হোসেনের সঞ্চালনায় বুনিয়াদী প্রশিক্ষণে উপজেলার ৩৫ জন শিক্ষক-শিক্ষিকা ও ৩ জন সুপারভাইজার অংশগ্রহণ করেন।



এই বিভাগের আরও