শিক্ষক হত্যার বিচারের দাবিতে পলাশে মানববন্ধন ও প্রতিবাদ সভা

২৮ জুন ২০২২, ০৯:২৯ পিএম | আপডেট: ৩১ মার্চ ২০২৫, ০১:৩৩ পিএম


শিক্ষক হত্যার বিচারের দাবিতে পলাশে মানববন্ধন ও প্রতিবাদ সভা

আল-আমিন মিয়া:
সভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে নরসিংদীর পলাশ শিল্পাঞ্চল বিশ^বিদ্যালয় কলেজের শিক্ষক ও শিক্ষিকারা। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে কলেজের মূল ফটকের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।

এতে বক্তব্য রাখেন, কলেজের প্রভাসক জাকারিয়া মাহমুদ, সহকারী অধ্যাপক মনির হোসেন, ইসমাঈল জাবিরউল্লাহ, আমিনুলহকসহ কলেজের বিভিন্ন শিক্ষক-শিক্ষিকারা। প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে শিক্ষক উৎপল হত্যায় জড়িত শিক্ষার্থী জিতুকে দ্রুত গ্রেফতারসহ হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় এই মানববন্ধন থেকে।



এই বিভাগের আরও