পলাশে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ

০১ জুন ২০২২, ১২:২২ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ০৭:২৮ পিএম


পলাশে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ

পলাশ প্রতিনিধি:

নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নে আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন, আরসিসি পাইপ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে চরসিন্দুর ইউনিয়ন সম্মেলন কক্ষে এসব বিতরণ করা হয়।

ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২১-২২ অর্থবছরের এডিপির বরাদ্দ দ্বারা হতদরিদ্র পরিবারের আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ২০টি পরিবারের মাঝে সেলাই মেশিন, জলাবদ্ধতা নিরসনে ৩৩টি আরসিসি পাইপ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী তুলে দেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, চরসিন্দুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন, চলনা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাফ হোসেন ও ইউপি সদস্য ফাতেমা বেগম দিপা।



এই বিভাগের আরও