পলাশে দরিদ্র যুব মহিলাদের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ সম্পন্ন

৩১ মে ২০২২, ০৬:৫২ পিএম | আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৪:৫০ পিএম


পলাশে দরিদ্র যুব মহিলাদের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ সম্পন্ন

পলাশ প্রতিনিধি:
মহিলাদের আত্ম কর্মসংস্থানের লক্ষে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুরে দরিদ্র যুব মহিলাদের ফ্যাশন ডিজাইন (ব্লক বাটিক ও টেইলারিং) বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। মঙ্গলবার চরসিন্দুর ইউপি কার্যালয়ের সভাকক্ষে ১০ দিনব্যাপী এ কর্মশালা সম্পন্ন হয়।

এর আগে ২২ মে পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকার) সহায়তায় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ কর্মশালা বাস্তবায়ন করে।


উপজেলা মহিলা বিযয়ক অফিসার রেহানা পারভীনের সভাপতিত্বে প্রশিক্ষণের শেষ দিনে উপস্থিত ছিলেন চরসিন্দুর ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম প্রমুখ।



এই বিভাগের আরও