জেলাজুড়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

২০ ডিসেম্বর ২০১৭, ০২:৩২ পিএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ০৭:২০ পিএম


জেলাজুড়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
মো: নাজমুল হক ॥ নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ৪৬তম মহান বিজয় দিবস। এ উপলক্ষে জেলা ও ৬ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পালন করেছে বিভিন্ন কর্মসূচী। প্রতুষ্যে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক ড. বিশ্বাস সুভাষ চন্দ্র, পুলিশ সুপার আমেনা বেগম, মুক্তিযোদ্ধা কমান্ড বিভিন্ন সরকারি দপ্তরসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সকালে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং প্যারেড ও কুচকাওয়াজে সালাম গ্রহণসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমির নতুন ভবনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বিকেলে নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম ও নরসিংদী আইডিয়াল হাই স্কুল মাঠে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে শিল্পকলা একাডেমীর নতুন ভবনে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ^াস। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মো: মোজাম্মেল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী (উপ-সচিব) মো: সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার আমেনা বেগম বিপিএম। সিভিল সার্জন ডা. সুলতানা রাজিয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সূর্য্যকান্ত দাস, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া প্রমুখ। এছাড়া পৃথকভাবে ৬ উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে দিবসটি। শিবপুরে মহান বিজয় দিবস উদযাপন শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। সকাল ৭:৩০ মিনিটে শিবপুর মুক্তিস্মারকে পুস্পস্তক অর্পণ করেন সিরাজুল ইসলাম মোল্লা এমপি, উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, ইউএনও শীলু রায়, ওসি মোঃ সৈয়দুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপি, শিবপুর প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শিবপুর অনলাইন প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন। বেলাবতে বিজয় দিবস পালিত বিভিন্ন কর্মসূচী ও যথাযথ মর্যাদায় বেলাবতে ৪৬তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ৩১ বার ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ও শহীদের স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। দিবসটি পালনের জন্য উপজেলা পরিষদের মাঠকে বর্ণিল সাজে সাজানো হয়। গৃহীত অন্যান্য কর্মসূচীর মধ্যে উল্লেখ যোগ্য ছিল পুলিশ, আনসার, বিডিবি, গার্লস গাইড ও স্কাউটদের মনোজ্ঞ কুচকাওয়াজ এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (এমপি)। রায়পুরায় মহান বিজয় দিবস উদযাপন রায়পুরায়ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে। রায়পুরা উপজেলা পরিষদ চত্বরে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা ঘটে। সকল সরকারী-বেসরকারী ভবন, দোকানপাট, যানবাহনে জাতীয় পতাকা উত্তোলন এবং উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, রায়পুরা পৌরসভা, মুক্তিযোদ্ধা শহীদ পরিবার, রায়পুরা প্রেসক্লাবসহ বিভিন্ন দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। রায়পুরা কলেজ মাঠে সকাল ৯টায় উপজেলা চেয়ারম্যান কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের র্প্বূক্ষণে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। পরে প্যারেড ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, পৌর মেয়র মোঃ জামাল মোল্লা, উপজেলা আ’লীগ সভাপতি আফজাল হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোঃ নজরুল ইসলাম, রায়পুরা থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন, রায়পুরা কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন, নরসিংদী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী অধ্যক্ষ মাহবুব হায়দার, রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের অধ্যক্ষ শফিউল আজম কাঞ্চন, সেরাজ নগর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সোহরাব হোসেন, রায়পুরা আর,কে,আরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক ফকির, ইসলামপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, গৌবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদুর রহমান, সানরাইজ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক জাকিয়া বেগম, শ্রীরামপুর পপুলার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, দৌলতকান্দি এম. বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার বণিক, বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রিন্সিপাল রফিকুল ইসলাম, দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কাজল ভুঁইয়া প্রমূখ। এছাড়াও বিজয় র‌্যালিতে অন্যদের মধ্যে অংশগ্রহন করেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ঈমান উদ্দিন ভুঁইয়া, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জুবায়ের সাঈদ বাবুল, উপজেলা যুবলীগের সভাপতি মিলন মাস্টার, বিআরডিবির চেয়ারম্যান এম এ রব, পৌরসভা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাকিল চৌধুরী, সাধারণ সম্পাদক তুহিন সহ আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। অপরদিকে উপজেলার রামনগর হাটিতে যুব সংঘের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক মনোজ্ঞ ও মনোরম ডিসপ্লে, নৃত্য হাজারো দর্শক-শ্রোতাদের অভিভূত করে। শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। হাসপাতাল ও এতিমখানাগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।


এই বিভাগের আরও