রায়পুরা হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

১১ ডিসেম্বর ২০১৭, ০৭:৫৪ এএম | আপডেট: ১৩ এপ্রিল ২০২৪, ০৫:৫৪ পিএম


রায়পুরা হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা
১০ ডিসেম্বর রায়পুরা মুক্ত দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোঃ নজরুল ইলামের নেতৃত্বে র‌্যালিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে বের হয়ে গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়েই সদর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশ গ্রহন করেন, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান পনির হোসেনসহ সকল মুক্তিযোদ্ধা ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। পরে ২০/২৫টি পিকআপ ভ্যানে মুক্তিযোদ্ধারা উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে লাল সবুজের পতাকা নিয়ে শোডাউন করে। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ নজরুল ইসলাম।


এই বিভাগের আরও