সম্মিলিত সামাজিক আন্দোলন নরসিংদী জেলা সম্মেলন । নিবারণ রায় সভাপতি, আজহারুল সম্পাদক নির্বাচিত

০৯ ডিসেম্বর ২০১৭, ১০:৪৬ এএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ০১:১৮ পিএম


সম্মিলিত সামাজিক আন্দোলন নরসিংদী জেলা সম্মেলন । নিবারণ রায় সভাপতি, আজহারুল সম্পাদক নির্বাচিত
মুক্তিযুদ্ধের চেতনার ধারায় গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক প্রগতিকামী ও কল্যাণকামী রাষ্ট্র ও সমাজ গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত সামাজিক আন্দোলন, নরসিংদী জেলা শাখার সম্মেলন গত ২ ডিসেম্বর শনিবার নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক ইত্তেফাক এর নরসিংদী সংবাদদাতা, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়কে সভাপতি ও শিক্ষক নেতা আজহারুল ইসলাম সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট নরসিংদী জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউদ্দিন তারেক আলী। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ জহিদুল ইসলাম মিলন, কেন্দ্রীয় কমিটির সদস্য জয়ন্তী রায়, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া, শিক্ষক নেতা, গেরিলা মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা একেএম শাহজাহান, এড. মোহাম্মদ কামাল হোসেন শিকদার, পাপড়ির নির্বাহী পরিচালক আবু বাছেদ, জেলা যুবলীগের সভাপতি বিজয় গোস্বামী, এনজিও প্রতিনিধি জসিম উদ্দিন জাহাঙ্গীর, মতিউর রহমান জাকির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রঞ্জন কুমার সাহা, নারী নেত্রী কল্পনা দাস, ছাত্রনেতা তন্ময় দাস তনু, শিক্ষক নেতা নাজমুল কবীর, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহবায়ক নিবারণ রায় ও সদস্য সচিব আজহারুল ইসলাম সরকার প্রমুখ। দ্বিতীয় পর্বে অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া, অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, রঞ্জিত কুমার সাহা, একে এম শাহজাহান, মোহাম্মদ হানিফ, শিক্ষক নেতা আফসার উদ্দিন আহমেদকে উপদেষ্টা করে ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।


এই বিভাগের আরও