জুয়া খেলার প্রতিবাদ করায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
০৯ ডিসেম্বর ২০১৭, ১২:১০ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১১:০২ পিএম

পলাশে জুয়া খেলার প্রতিবাদ করায় পারভিন আক্তার (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী ফারুক মিয়া পলাতক রয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার দড়িহাওলা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ বুধবার দুপরে পুলিশ নিহতের বসত ঘর থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
স্থানীয়রা জানায়, দড়িহাওলা পাড়া গ্রামের ফালু মিয়ার ছেলে সিএনজি চালক ফারুক মিয়ার সাথে ঘোড়াশাল আটিয়াগাঁও গ্রামের আব্দুল রাজ্জাক মিয়ার মেয়ের পারভীন আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে ফারুক মিয়া জুয়া খেলায় আসক্ত হয়ে পড়ে। এ নিয়ে তাদের সংসারে ঝঁগড়া বিবাদ লেগে থাকতো। জুয়া খেলার প্রতিবাদ করায় ফারুক তার স্ত্রীকে প্রায় সময় মারধর করত। মঙ্গলবার রাতে আবারো এলোপাথারি মারধর করলে পারভীন অচেতন হয়ে পড়ে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রতিবেশী নুরুল ইসলাম জানান, রাত ১১ টার সময় ফারুকের বউয়ের চিৎকার শুনে তাদের ঘরে যাই। পরে মারধর না করতে ফারুককে অনুরোধ করি। এর এক ঘন্টা পর আবারো চিৎকার শুনে গিয়ে দেখি তার বউ মাটিতে পড়ে আছে।
নিহত পারভীনের মা জানান, রাত ২টার সময় মেয়ের স্বামীর বাড়ি থেকে ফোন করে জানায়, পারভীন অজ্ঞান হয়ে গেছে। পরে তার স্বামীর বাড়ি এসে মেয়ের লাশ বারান্দায় পড়ে থাকতে দেখি। তিনি বলেন, ফারুক জুয়া খেলে অনেক টাকা নষ্ট করেছে। পারভীনকে দিয়ে বিভিন্ন সমিতি থেকে টাকা তুলে তাও জুয়া খেলে শেষ করে। এসব নিয়ে প্রায় সময় ফারুক পারভীনকে মারধর করত। এ নিয়ে অনেকবার সামাজিক দেনদরবারও করা হয়। কিন্তু কে জানতো জুয়ার প্রতিবাদ করায় আমার মেয়েকে লাশ হতে হবে। এদিকে ফারুকের পরিবারের পক্ষ থেকে পারভীনের রেখে যাওয়া তিন সন্তানদের জমি লিখে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা না করার জোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানা যায়।
পলাশ থানার ওসি (তদন্ত) বিপ্লব কুমার দত্ত জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামীর এলোপাথারি মারধরে তার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে ফারুক পলাতক রয়েছে।

বিভাগ : নরসিংদীর খবর
- ৪৫ কেজি গাঁজাভর্তি গাড়ীসহ ১ জন আটক
- নরসিংদীতে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা, ৭ জন গ্রেপ্তার
- চাঁদাবাজির অভিযোগে আটক দুইজনকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা
- নরসিংদী-৩ (শিবপুর) আসনে মনজুর এলাহীর গণসংযোগ
- আলোকবালীতে ফের দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত, আহত ১০
- দূর্গাপূজায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার আহবান খায়রুল কবির খোকনের
- হাসপাতালে ভাংচুর ডাক্তার-নার্স ও কর্মচারীদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন
- আ.লীগ বন্ধু সেজে হিন্দু সম্প্রদায়ের ক্ষতি করেছে :ড. মঈন খান
- শিবপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
- ঘোড়াশাল রেলসেতুতে ট্রেনে কাটাপড়ে নারী নিহত
- ৪৫ কেজি গাঁজাভর্তি গাড়ীসহ ১ জন আটক
- নরসিংদীতে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা, ৭ জন গ্রেপ্তার
- চাঁদাবাজির অভিযোগে আটক দুইজনকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা
- নরসিংদী-৩ (শিবপুর) আসনে মনজুর এলাহীর গণসংযোগ
- আলোকবালীতে ফের দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত, আহত ১০
- দূর্গাপূজায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার আহবান খায়রুল কবির খোকনের
- হাসপাতালে ভাংচুর ডাক্তার-নার্স ও কর্মচারীদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন
- আ.লীগ বন্ধু সেজে হিন্দু সম্প্রদায়ের ক্ষতি করেছে :ড. মঈন খান
- শিবপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
- ঘোড়াশাল রেলসেতুতে ট্রেনে কাটাপড়ে নারী নিহত