শিবপুরে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুণিতে একজন নিহত

০৭ জুলাই ২০১৮, ০৩:৩২ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৬:০৯ পিএম


শিবপুরে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুণিতে একজন নিহত
স্টাফ রিপোর্টার,নরসিংদী ॥ নরসিংদীর শিবপুরে দুই বাড়িতে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুণিতে নূরা মিয়া (২২) নামে এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার (০৬ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সাধার চর ইউনিয়নের তাঁতারকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত নূরা মিয়া পার্শ্ববর্তী গোবিন্দী গ্রামের মেছু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ৯টি ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো: মোমেনুল হক। পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ২টার দিকে তাঁতারকান্দি গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী হারিছুল হক ও শফিকুল হকের বাড়িতে হানা দেয় একদল ডাকাত দল। ডাকাত দল নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে পালানোর সময় আর্তচিৎকারে গ্রামের লোকজন বের হয়ে আসে। এসময় নূরা মিয়া নামে একজনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উত্তেজিত জনতার পিটুনিতে ঘটনাস্থলেই নূরার মৃত্যু ঘটে। সকালে নিহতের আত্মীয় স্বজনেরা তার লাশ শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নূরার লাশ উদ্ধার করেছে। তার বিরুদ্ধে ৯টি ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  


এই বিভাগের আরও