নরসিংদী-১ (সদর): চরাঞ্চলে নৌকার পক্ষে গণসংযোগে ব্যবসায়ী নেতৃবৃন্দ

২৬ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৩ পিএম | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ০৮:৪৪ পিএম


নরসিংদী-১ (সদর): চরাঞ্চলে নৌকার পক্ষে গণসংযোগে ব্যবসায়ী নেতৃবৃন্দ
চরাঞ্চলে-নৌকা-প্রতীকের-পক্ষে-গণসংযোগ-করেন-ব্যবসায়ী-নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক
নরসিংদী-১ (সদর) নির্বাচনী এলাকার চরাঞ্চলে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। বুধবার (২৬ ডিসেম্বর) সকালে একশত গাড়ি এবং পঞ্চাশটি মোটরসাইকেলের বহর নিয়ে করিমপুর ইউনিয়নে গণসংযোগ করেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ এবং নরসিংদী ডাইং এন্ড প্রিন্টিং এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
ব্যবসায়ীরা সকাল থেকে দিনভর গণসংযোগ করে নরসিংদী সদর-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলামের নৌকা প্রতীকে ভোট চান।
গণসংযোগে ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলী হোসেন শিশির, নরসিংদী ডাইং এন্ড প্রিন্টিং এসোসিয়েশনের সভাপতি আফতাব উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোমেন মোল্লা, নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক মমিন মিয়া, নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক সিআইপি নিজাম উদ্দিন ভূঁইয়া লিটন, আলামিন ফেব্রিক্স এর ব্যবস্থাপনা পরিচালক আল আমিন রহমান, বাদার্স ডাইং এর ব্যবস্থাপনা পরিচালক মোতালিব হোসেন, ভূঁইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজুর রহমান রাজু ভূঁইয়া, মাধবদী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নরসিংদী জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি মোমেন সরকার, নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক কাইয়ুম মোল্লা, শেখেরচরের বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল হক বাচ্চুসহ নরসিংদী চেম্বার অব কমার্স এবং ডাইং এসোসিয়েশনের ব্যবসায়ীবৃন্দ।

 



এই বিভাগের আরও