নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির নতুন কমিটি গঠন

০৫ নভেম্বর ২০২৪, ০৭:১৮ পিএম | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৫ পিএম


নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মোঃ সাইফুল আলম।

নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মোঃ সারোয়ার হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ নাজমুল হোসেন ভুইয়া।

কমিটির অন্যান্যরা হলেন, কার্যকরি সহ সভাপতি পদে মোঃ নয়ন মোল্লা, ৬ জন সহ সভাপতি পদে রয়েছেন গুরুদাস ঢালী,  গোলাম কিবরিয়া, হুমায়ুন কবির কামাল, ওসমান মোল্লা, গনি ফরাজি, মোঃ আহসান মোল্লা।

সাংগঠনিক সম্পাদক পদে মাসুদ মিয়া ও বিল্লাল হোসেন। কোষাধ্যক্ষ পদে কেএম সোহেল মোল্লা, প্রচার সম্পাদক পদে জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মওদুদ হোসেন ভুইয়া, সহ দপ্তর সম্পাদক মাহবুব ইসলাম।


যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ বাচ্চু মিয়া ও আলামিন, সহ সাধারণ সম্পাদক পদে করিম মোঃ বাদল মিয়া, নাসির উদ্দিন বাবুল, মোঃ বদিউজ্জামান বদি।


এছাড়া নির্বাহী সদস্য পদে ২১ জন হলেন- মোঃ সাজ্জাদ হোসেন মোল্লা, মোঃ স্বপন মিয়া, খালেদ মোল্লা, মহিউদ্দিন খান, সাইদুল ইসলাম ভূইয়া, সজল মিয়া, সজিব আহমেদ, সুজন আহমেদ, আলামিন মিয়া, জসিম মোল্লা, মোঃ আওলাদ হোসেন, মোঃ মামুন মিয়া, আব্দুল আজিজ, ওসমান গনি, এখলাছ মিয়া, শরীফ মাহবুব হাসান, এনামুল হক সরকার, আনিসুজ্জামান ওয়াদুদ, সোহরাব ভূইয়া, ইমান হোসেন, আবদুল মোতালিব।

 



এই বিভাগের আরও