ছাত্রলীগ নেতা রিমনের মুক্তি না হলে মহাসড়ক ও রেলপথ অবরোধের হুশিয়ারি
০২ ডিসেম্বর ২০২৩, ০৩:০২ পিএম | আপডেট: ০৮ মে ২০২৫, ০৭:১৬ পিএম

নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া নরসিংদী জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমনের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ছাত্রলীগের কর্মী সমর্থকরা৷ শনিবার দুপুরে এই কর্মসূচীতে অংশগ্রহণ করে নরসিংদী জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের অন্তত পাঁচশত নেতাকর্মী।
এসময় শহরের উপজেলা মোড়ে কোর্ট রোডসহ ভেলানগর হতে আরশীনগর পর্যন্ত ২ কি.মি সড়কে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা ৷ দেড় ঘন্টা বন্ধ থাকার পর দুপুর দেড়টার দিকে স্বাভাবিক হয় যান চলাচল। এসময় থেমে থাকে শতশত যানবাহন, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দ্রুত রিমনকে মুক্তি না দিলে আগামীকাল রোববার ঢাকা সিলেট মহাসড়ক ও ঢাকা চট্রগ্রাম রেলপথ অবরোধের হুশিয়ারি দেয় বিক্ষোভকারীরা।
নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম সিফাত বলেন, জেলা ছাত্রলীগ সভাপতির গ্রেপ্তারের প্রতিবাদে আমাদের আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ। আমাদের নেতাকে আগামীকাল মুক্তি দেয়া না হলে আমরা ঢাকা সিলেট মহাসড়ক এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করবো৷
নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক রাকিব হাসান বলেন, এই মুহূর্তে আমরা আমাদের নেতার মুক্তি ছাড়া অন্য কিছুই চিন্তা করছি না। আন যদি মুক্তি দেয়া না হয়, আমরা আমাদের পরবর্তী কঠোর অবস্থানে যাব।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল ইসলাম শাওন বলেন, জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমনের সাথে যা করা হয়েছে তা অন্যায় করা হয়েছে ৷ এই মুহূর্তে আমরা আমাদের নেতার মুক্তি চাই।
গত ২৯ নভেম্বর নরসিংদী ১ আসনে নৌকার প্রার্থী নজরুল ইসলামের পক্ষে আয়োজিত মতবিনিময় সভায় দেয়া বক্তব্যে ‘মাইরের ওপর ওষধ নাই’ বলে স্বতন্ত্র প্রার্থীদের পেটানোর হুমকি দেয় জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমন। নরসিংদী ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা করেন সহকারী রিটার্নিং অফিসার ওমর ফারুক। শুক্রবার দুপুরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে আদালতে পাঠানো হলে আদালত রোববার শুনানির তারিখ ধার্য্য করে তাকে কারাগারে পাঠায়।
বিভাগ : নরসিংদীর খবর
- গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের দায়ে নরসিংদী প্রেসক্লাবের দুই সদস্য বহিষ্কার
- মনোহরদীতে প্রাইভেট কার ও সিএনজির সংঘর্ষে চালক নিহত
- নরসিংদীতে সিগন্যাল দিয়ে থামিয়ে মোটরসাইকেল নিয়ে পালাচ্ছিল ভুয়া পুলিশ
- মাধবদীতে দাফনের ৬ মাস পর সাবেক পৌর কাউন্সিলরের মরদেহ উত্তোলন
- রায়পুরায় দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষে নিহত ১
- তামাকজাত দ্রব্যের মূল্য ও কর বৃদ্ধির জন্য ১৫০ চিকিৎসকের যৌথ বিবৃতি
- শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল মায়ের
- সংস্কারের ধোঁয়া দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করার সুযোগ নেই : ড.আব্দুল মঈন খান
- শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি পেল ১৩৫ মেধাবী শিক্ষার্থী
- রায়পুরায় ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
- গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের দায়ে নরসিংদী প্রেসক্লাবের দুই সদস্য বহিষ্কার
- মনোহরদীতে প্রাইভেট কার ও সিএনজির সংঘর্ষে চালক নিহত
- নরসিংদীতে সিগন্যাল দিয়ে থামিয়ে মোটরসাইকেল নিয়ে পালাচ্ছিল ভুয়া পুলিশ
- মাধবদীতে দাফনের ৬ মাস পর সাবেক পৌর কাউন্সিলরের মরদেহ উত্তোলন
- রায়পুরায় দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষে নিহত ১
- তামাকজাত দ্রব্যের মূল্য ও কর বৃদ্ধির জন্য ১৫০ চিকিৎসকের যৌথ বিবৃতি
- শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল মায়ের
- সংস্কারের ধোঁয়া দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করার সুযোগ নেই : ড.আব্দুল মঈন খান
- শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি পেল ১৩৫ মেধাবী শিক্ষার্থী
- রায়পুরায় ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর