নরসিংদীতে বিদ্যানন্দের “দুই মিনিটে বাজার “ থেকে ১০ টাকায় ব্যাগ ভর্তি নিত্যপণ্য
০১ অক্টোবর ২০২৩, ০২:৫০ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে দরিদ্রদের ১০ টাকায় ব্যাগ ভর্তি নিত্যপণ্য কেনার সুযোগ করে দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। রোববার জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই “দুই মিনিটে বাজার” থেকে চাল, ডাল, তেলসহ ২৫ প্রকারের নিত্যপণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন দুই শতাধিক দরিদ্র মানুষ। ধারাবাহিক ভাবে সব জেলায় এই আয়োজন করা হবে বলে জানিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। যেকোন স্বচ্ছল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এমন উদ্যোগ নিলে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
আয়োজক ও সুবিধাভোগী সুবিধাবঞ্চিত মানুষরা জানান, দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির এই সময়ে মাত্র ১০টাকায় ব্যাগ ভর্তি নিত্যপণ্য কেনার সুযোগ দিতে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “দুই মিনিটে বাজার” বসায় বিদ্যানন্দ ফাউন্ডেশন। দুপুরে নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম প্রধান অতিথি হিসেবে এই বাজারের উদ্বোধনের পর শুরু হয় দিনব্যাপী বাজারের বেচাকেনা।
বিশেষ এই বাজারে সুবিধাবঞ্চিত, দুঃস্থ ও অসহায় দুই শতাধিক পরিবারের জন্য চাল, ডাল, ডিম ভোজ্যতেলসহ ২৫ ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নামমাত্র মূল্যে সরবরাহ করা হয়। এর মধ্যে ১ টাকায় এক কেজি চাল, ২ টাকা কেজি মশুর ডাল, ১ টাকা কেজি আটা, ১ টাকায় এক কেজি লবণ, তিন টাকায় এক কেজি চিনি, দুই টাকায় এক ডজন ডিম, দুই টাকায় নুডুলস, ৪ টাকায় স্কুল ব্যাগ সহ শিক্ষা সামগ্রী, ৫ টাকায় মাছ, মুরগী কিনতে পেরেছেন সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষ। মাত্র দুই মিনিটে ১০ টাকায় ব্যাগ ভর্তি বাজারের সুযোগ পেয়ে খুশি সুবিধা বঞ্চিত পরিবারগুলো। বাজার শেষে বিনামূল্যে নাস্তার আয়োজনে অংশগ্রহণ করেন তারা।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুখ আহমেদ বলেন, সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিদ্যানন্দের মডেল প্রোগ্রাম “দুই মিনিটে বাজার”। বিদ্যানন্দের সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় জরিপের মাধ্যমে অভাবী পরিবার চিহ্নিত করে নির্দিষ্ট কার্ড প্রদান করে। সে কার্ড দেখিয়ে পরিবারগুলো 'দুই মিনিটে বাজার' থেকে কেনাকাটার সুযোগ পায়।
তিনি বলেন, ১০ টাকার টোকেন মানির বিনিময়ে সুবিধাবঞ্চিত পূর্ব নির্ধারিত আড়াইশত মানুষ পেয়েছেন ৬ থেকে ৭ শত টাকার নিত্যপণ্য। জেলা পর্যায়ে এ ধরনের আয়োজনের পর আরও প্রান্তিক পর্যায়ে এমন আয়োজন করার চেষ্টা থাকবে। স্বচ্ছল ব্যক্তি বা প্রতিষ্ঠান সহযোগিতা নিয়ে পাশে দাড়ালে দেশজুড়ে এমন উদ্যোগ বাস্তবায়ন করা সহজতর হবে বলে জানান তিনি।
নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম, বিদ্যানন্দ ফাউন্ডেশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অন্যান্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানোর অনুরোধ জানিয়েছেন। জেলা প্রশাসন সবসময় এমন সব মহতি উদ্যোগের পাশে থাকবে বলে জানান তিনি। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার নির্ধারিত দামে নিতপণ্য কেনাবেচায় বাজার তদারকিতে কাজ করছে জেলা প্রশাসন।
উল্লেখ্য, দেশ বিদেশে ভিন্নতর ও অভিনব সব আইডিয়া নিয়ে সেবামূলক কাজ করে বেশ প্রশংসা কুড়িয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বিশেষ করে করোনাকালীন সময়ে কেউ যখন ভয়ে ঘর থেকে বের হচ্ছিল না তখন জীবনবাজি রেখে করোনা মহামারী মোকাবেলায় সম্মুখসমরে যুদ্ধ করে সাধারণ মানুষের ভালবাসা অর্জন করে নেয় এই প্রতিষ্ঠান। সমাজসেবায় তাদের অসামান্য সব অবদানের জন্য ২০২৩ সালে সরকার তাদের একুশে পদকে ভূষিত করে। এছাড়াও ২০২২ সালে সমাজকল্যান মন্ত্রণালয় কর্তৃক জাতীয় মানবকল্যাণ পদক ও ২০২১ সালে বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কতৃক "কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট" পদকে ভূষিত হয় এই স্বেচ্ছাসেবী সংস্থা।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে জেলপলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক মন্ত্রী রাজু ও ৪৮ পুলিশসহ ৬৭ জনের বিরুদ্ধে আ.লীগের ৪ নেতা গুমের অভিযোগে মামলা
- দক্ষিণ কোরিয়ায় সাগরে ডুবে বেলাব’র দুই যুবকের মৃত্যু
- নরসিংদীতে রেললাইন কালভার্টের নীচে ইজিবাইক চালকের মরদেহ
- অন্তবর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কারের যৌক্তিক সময় দেয়া হবে: ড. আব্দুল মঈন খান
- নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর প্রতিবাদ
- নরসিংদীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- হাসিনা সরকারের পতনের পর সাধারণ মানুষ স্বস্তিতে: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে মতবিনিময় সভা না করেই ফিরে গেলেন সারজিস আলম
- গ্রাম বাংলার রূপ পরিবর্তনের প্রধান কারিগর এলজিইডি: স্থানীয় সরকার উপদেষ্টা
- নরসিংদীতে জেলপলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক মন্ত্রী রাজু ও ৪৮ পুলিশসহ ৬৭ জনের বিরুদ্ধে আ.লীগের ৪ নেতা গুমের অভিযোগে মামলা
- দক্ষিণ কোরিয়ায় সাগরে ডুবে বেলাব’র দুই যুবকের মৃত্যু
- নরসিংদীতে রেললাইন কালভার্টের নীচে ইজিবাইক চালকের মরদেহ
- অন্তবর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কারের যৌক্তিক সময় দেয়া হবে: ড. আব্দুল মঈন খান
- নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর প্রতিবাদ
- নরসিংদীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- হাসিনা সরকারের পতনের পর সাধারণ মানুষ স্বস্তিতে: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে মতবিনিময় সভা না করেই ফিরে গেলেন সারজিস আলম
- গ্রাম বাংলার রূপ পরিবর্তনের প্রধান কারিগর এলজিইডি: স্থানীয় সরকার উপদেষ্টা