নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

১৫ আগস্ট ২০২২, ০২:১০ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ০১:৪৮ এএম


নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

১৫ আগস্ট দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, আওয়ামী লীগ ও শিক্ষা প্রতিষ্ঠান। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত জয় বাংলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সিভিল সার্জন নুরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা।

এছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠান।

সকাল ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত হয় যুব ঋণ বিতরণ অনুষ্ঠান। বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভার।



এই বিভাগের আরও