নরসিংদীর চরাঞ্চলের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে পুলিশের মতবিনিময় সভা

২৫ জুলাই ২০২২, ০৮:০৮ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০৩:২২ এএম


নরসিংদীর চরাঞ্চলের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে পুলিশের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নসহ জেলার চরাঞ্চলে বিবাদমান বিরোধ নিরসনে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। সোমবার (২৫ জুলাই) বিকেলে করিমপুর ইউনিয়নের রসুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম।

করিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমিনুর রহমান আপেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ড. মশিউর রহমান মৃধা, প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান। এসময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বারসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এসময় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, প্রতিটি চরে আলোকিত মানুষজন আছেন, যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্ব স্ব ক্ষেত্রে আলো ছড়াচ্ছেন। কিন্তু এই চরের দুঃখ হলো চলমান বিবাদ, দ্বন্দ্ব, সংঘাত। এসব জনপদের জানমালের নিরাপত্তা রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন। জেলার যেসব চরে দ্বন্দ্ব সংঘাত হচ্ছে সেখানে জনপ্রতিনিধিদের দুর্বলতা লক্ষণীয়। বিরোধ নিষ্পত্তিতে জনপ্রতিনিধিদের আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। চরের যেসব জনপ্রতিনিধি বিবাদ বাড়াতে ইন্ধন দেন তাদের তালিকা পুলিশের হাতে আছে। জনগণকে শান্তিতে রাখতে জনপ্রতিনিধিসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়া এলাকার কোন বাজারে মাদক বিক্রেতার কাছে পণ্য বিক্রি না করাসহ সকল সেবা দেয়া বন্ধ করে সামাজিকভাবে বয়কট করতে হবে।

সভায় করিমপুর ইউনিয়নের মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। এসময় তারা চরাঞ্চলের ঝগড়া বিবাদ নিষ্পত্তি করে শান্তিপূর্ণভাবে বসবাসে প্রতিজ্ঞাবদ্ধ হয়। সেই সাথে করিমপুর ইউনিয়নের বাজারগুলো থেকে মাদকসেবীর কাছে সব ধরণের পণ্য না বিক্রি করাসহ ঘাট থেকে মাদক সেবীদের পারাপারেও অনাগ্রহের বিষয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করেন।

উল্লেখ্য, নরসিংদী জেলার চরাঞ্চলে প্রায়ই তুচ্ছ ঘটনা ও আধিপত্য বিস্তার নিয়ে টেঁটাসহ বিভিন্ন সশস্ত্র সংঘর্ষে লুটপাটসহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে আসছে।

 



এই বিভাগের আরও