নরসিংদীতে বিদেশী পিস্তল, গুলি ও ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

১৮ জুলাই ২০২২, ০২:০১ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ০৩:১৪ এএম


নরসিংদীতে বিদেশী পিস্তল, গুলি ও ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে একটি বিদেশী পিস্তল, গুলি ও ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উত্তর নাগরিয়াকান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদী সদর থানার বাউলপাড়া এলাকার মৃত উমর আলীর ছেলে আল আমিন ওরফে খান আল আমিন (৩১), করিমপুর এলাকার মৃত তোফাজ্জল মিয়ার ছেলে বর্তমানে বাউলপাড়া এলাকার বাসিন্দা সাইদুর রহমান ওরফে ছাদু (২৮) ও নাগরিয়াকান্দি এলাকার মৃত অহিদুর রহমানের ছেলে মোঃ রফিকুর ইসলাম (৪০)।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, গোপন তথ্যের ভিত্তিতে উপ পরিদর্শক জামিরুল ইসলামের নেতত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল নরসিংদী মডেল থানাধীন উত্তর নাগরিয়াকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় তিনজনকে গ্রেপ্তার ও তাদের দখল থেকে ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আল আমিন ওরফে খান আল আমিন এর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় ৪টি এবং সাইদুর রহমান ওরফে ছাদু এর বিরুদ্ধে ২টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।



এই বিভাগের আরও