নরসিংদীতে কঠোর লকডাউন কার্যক্রম বিষয়ক মতবিনিময় ও পরিদর্শন

০৫ জুলাই ২০২১, ০৭:১০ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫, ০৯:২৪ এএম


নরসিংদীতে কঠোর লকডাউন কার্যক্রম বিষয়ক মতবিনিময় ও পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় কঠোর লকডাউন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ঢাকা ৯ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলায় কর্মরত সকল সরকারি দপ্তরের প্রধানরা অংশগ্রহণ করেন।


নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, সিভিল সার্জন ডা. নূরুল ইসলাম।


মতবিনিময় শেষে নরসিংদী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিজিবিসহ লকডাউনের দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের কার্যক্রম পরিদর্শন করেন ব্রিগেডিয়ার জেনারেল। এসময় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ, র‌্যাব, বিজিবিসহ বিভিন্ন দপ্তরের



এই বিভাগের আরও