চালাকচরে বিদ্যালয়ের সামনে অটোরিকশা স্ট্যান্ড, শিক্ষার্থীদের ভোগান্তি
১৭ জানুয়ারি ২০১৯, ১০:১৩ পিএম | আপডেট: ২৬ জুলাই ২০২৫, ০৫:৫৪ এএম

মনোহরদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীর চালাকচর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সামনে অবৈধভাবে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড বসানো হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের। অটোরিকশা স্ট্যান্ড বসিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফখরুল মান্নান মুক্তুর বিরুদ্ধে।
অভিযোগ উঠেছে, ব্যবসায়ীদের হয়রানি, জমি দখল, চাঁদাবাজির। চালাকচর বাজারের ব্যবসায়ী ও দোকান মালিকরা এসব অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান ফখরুল মান্নান মুক্তু।
জানা জায়, গত দুই বছর যাবৎ চালাকচর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সামনে গড়ে তোলা হয় সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড। স্ট্যান্ড থেকে প্রতিদিন গড়ে দুই শতাধিক সিএনজি অটোরিকশা চলাচল করে। প্রতি সিএনজি থেকে স্ট্যান্ডের ভর্তি ফি বাবদ দুই হাজার টাকা করে আদায় করা হয়েছে। এছাড়া প্রত্যেক সিএনজি থেকে ২০ টাকা হারে প্রতিদিন ১২ হাজার টাকা চাঁদা তোলা হচ্ছে।
এদিকে বিদ্যালয়ের সামনে স্ট্যান্ড হওয়ায় বিপাকে পড়তে হচ্ছে বিদ্যালয়টির শিক্ষার্থীদের। তাই সিএনজি স্ট্যান্ড সরিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।শুধু সিএনজি স্ট্যান্ড থেকে অর্থ আদায়েই শেষ নয়। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ।
চালাকচর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা হোসেন বলেন, সিএনজি স্ট্যান্ডটি সরিয়ে নিয়েছে। তারপরও বিক্ষিপ্তভাবে কিছু কিছু সিএনজি এখানে রাখা হয়। স্কুলের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হবে।
উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিদ্দিক হোসেন বলেন, সরকার ২০ জন মুক্তিযোদ্ধাদের নামে জমি ইজারা দিয়েছে। কিন্তু চেয়ারম্যান কাজ বন্ধ করতে বাঁধা দিচ্ছে। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও এর সমাধান করতে পারছি না।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন সুরুজ বলেন, একজন জনপ্রতিনিধি দলের নাম ভাঙ্গিয়ে জমি দখল, চাঁদাবাজিসহ একের পর এক অপকর্ম করে দলের ভাবমুর্তি ক্ষুন্ন করছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে দল সম্পর্কে নেতিবাচক ধারণার সৃষ্টির হচ্ছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন চালাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল মান্নান মুক্তু। তিনি বলেন, একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাস্তবে এসবের কোন সত্যতা নেই।
তিনি বলেন, এই স্ট্যান্ডটি সরিয়ে নেয়ার জন্য প্রশাসনের নিকট লিখিত আবেদন দিয়েছি। শুধু তাই নয়, যানজট নিরসনে একজন লোকও দিয়েছি।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন খান হত্যা: আসামী মহসিন দুবাই থেকে গ্রেপ্তার
- চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গুলি জব্দ, সন্ত্রাসী গ্রেপ্তার
- নরসিংদীতে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ
- আপনারা কেন নির্বাচন নির্বাচন করে চিল্লাচ্ছেন: নরসিংদীতে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম
- রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গৃহবধূ নিহত
- মানবপাচার প্রতিরোধে আলোচনা সভা
- নির্বাচনের আয়োজন করুন, কেউ যদি চাপ দেয় বিএনপি পাশে থাকবে: শিবপুরে গয়েশ্বর চন্দ্র রায়
- নরসিংদীতে শাহাদাতে কারবালা দিবসে সুন্নী আন্দোলনের সমাবেশ
- বাংলাদেশের কোটি মানুষের একটাই দাবি ভোটের অধিকার ফিরিয়ে দেয়া :ড. মঈন খান
- নরসিংদী সিটি হাসপাতাল: পেটে ১৮ ইঞ্চির কাপড় রেখেই সেলাই, সংকটাপন্ন প্রসূতি
- শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন খান হত্যা: আসামী মহসিন দুবাই থেকে গ্রেপ্তার
- চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গুলি জব্দ, সন্ত্রাসী গ্রেপ্তার
- নরসিংদীতে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ
- আপনারা কেন নির্বাচন নির্বাচন করে চিল্লাচ্ছেন: নরসিংদীতে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম
- রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গৃহবধূ নিহত
- মানবপাচার প্রতিরোধে আলোচনা সভা
- নির্বাচনের আয়োজন করুন, কেউ যদি চাপ দেয় বিএনপি পাশে থাকবে: শিবপুরে গয়েশ্বর চন্দ্র রায়
- নরসিংদীতে শাহাদাতে কারবালা দিবসে সুন্নী আন্দোলনের সমাবেশ
- বাংলাদেশের কোটি মানুষের একটাই দাবি ভোটের অধিকার ফিরিয়ে দেয়া :ড. মঈন খান
- নরসিংদী সিটি হাসপাতাল: পেটে ১৮ ইঞ্চির কাপড় রেখেই সেলাই, সংকটাপন্ন প্রসূতি