চালাকচরে বিদ্যালয়ের সামনে অটোরিকশা স্ট্যান্ড, শিক্ষার্থীদের ভোগান্তি
১৭ জানুয়ারি ২০১৯, ১০:১৩ পিএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম
মনোহরদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীর চালাকচর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সামনে অবৈধভাবে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড বসানো হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের। অটোরিকশা স্ট্যান্ড বসিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফখরুল মান্নান মুক্তুর বিরুদ্ধে।
অভিযোগ উঠেছে, ব্যবসায়ীদের হয়রানি, জমি দখল, চাঁদাবাজির। চালাকচর বাজারের ব্যবসায়ী ও দোকান মালিকরা এসব অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান ফখরুল মান্নান মুক্তু।
জানা জায়, গত দুই বছর যাবৎ চালাকচর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সামনে গড়ে তোলা হয় সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড। স্ট্যান্ড থেকে প্রতিদিন গড়ে দুই শতাধিক সিএনজি অটোরিকশা চলাচল করে। প্রতি সিএনজি থেকে স্ট্যান্ডের ভর্তি ফি বাবদ দুই হাজার টাকা করে আদায় করা হয়েছে। এছাড়া প্রত্যেক সিএনজি থেকে ২০ টাকা হারে প্রতিদিন ১২ হাজার টাকা চাঁদা তোলা হচ্ছে।
এদিকে বিদ্যালয়ের সামনে স্ট্যান্ড হওয়ায় বিপাকে পড়তে হচ্ছে বিদ্যালয়টির শিক্ষার্থীদের। তাই সিএনজি স্ট্যান্ড সরিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।শুধু সিএনজি স্ট্যান্ড থেকে অর্থ আদায়েই শেষ নয়। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ।
চালাকচর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা হোসেন বলেন, সিএনজি স্ট্যান্ডটি সরিয়ে নিয়েছে। তারপরও বিক্ষিপ্তভাবে কিছু কিছু সিএনজি এখানে রাখা হয়। স্কুলের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হবে।
উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিদ্দিক হোসেন বলেন, সরকার ২০ জন মুক্তিযোদ্ধাদের নামে জমি ইজারা দিয়েছে। কিন্তু চেয়ারম্যান কাজ বন্ধ করতে বাঁধা দিচ্ছে। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও এর সমাধান করতে পারছি না।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন সুরুজ বলেন, একজন জনপ্রতিনিধি দলের নাম ভাঙ্গিয়ে জমি দখল, চাঁদাবাজিসহ একের পর এক অপকর্ম করে দলের ভাবমুর্তি ক্ষুন্ন করছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে দল সম্পর্কে নেতিবাচক ধারণার সৃষ্টির হচ্ছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন চালাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল মান্নান মুক্তু। তিনি বলেন, একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাস্তবে এসবের কোন সত্যতা নেই।
তিনি বলেন, এই স্ট্যান্ডটি সরিয়ে নেয়ার জন্য প্রশাসনের নিকট লিখিত আবেদন দিয়েছি। শুধু তাই নয়, যানজট নিরসনে একজন লোকও দিয়েছি।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে শব্দদূষণকারী দুই যানবাহনকে অর্থদণ্ড
- বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর জানা যাবে নরসিংদীতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি
- নরসিংদীতে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সঠিক পরিমান নিরূপণ হয়নি এখনও
- ভূমিকম্প’র উৎপত্তিস্থল পলাশ এলাকার ফাটলের মাটির নমুনা সংগ্রহ
- ভূমিকম্পের উৎপত্তিস্থলে পিতাপুত্রসহ নিহত ৫, আহত শতাধিক, বিভিন্ন ভবনে ফাটল
- বিশেষ চাহিদা সম্পন্নদের হুইলচেয়ার ও কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ
- পলাশে সিমেন্ট কারখানায় হামলা: মামলা তুলে নিয়ে দুঃখ প্রকাশ কারখানা কর্তৃপক্ষের
- শিবপুরে ধানের শীষ প্রতিকের পক্ষে জনসভা ও মিছিল, দলীয় প্রার্থী মনোনয়নের দাবি
- নরসিংদী-১ (সদর) আসনে গণসংযোগ ও ভোট প্রার্থনা শুরু করলেন খায়রুল কবির খোকন
- চর দীঘলদীতে মাইকে ঘোষণা দিয়ে ফের দুইপক্ষের টেঁটাযুদ্ধে আহত ১৫
- নরসিংদীতে শব্দদূষণকারী দুই যানবাহনকে অর্থদণ্ড
- বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর জানা যাবে নরসিংদীতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি
- নরসিংদীতে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সঠিক পরিমান নিরূপণ হয়নি এখনও
- ভূমিকম্প’র উৎপত্তিস্থল পলাশ এলাকার ফাটলের মাটির নমুনা সংগ্রহ
- ভূমিকম্পের উৎপত্তিস্থলে পিতাপুত্রসহ নিহত ৫, আহত শতাধিক, বিভিন্ন ভবনে ফাটল
- বিশেষ চাহিদা সম্পন্নদের হুইলচেয়ার ও কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ
- পলাশে সিমেন্ট কারখানায় হামলা: মামলা তুলে নিয়ে দুঃখ প্রকাশ কারখানা কর্তৃপক্ষের
- শিবপুরে ধানের শীষ প্রতিকের পক্ষে জনসভা ও মিছিল, দলীয় প্রার্থী মনোনয়নের দাবি
- নরসিংদী-১ (সদর) আসনে গণসংযোগ ও ভোট প্রার্থনা শুরু করলেন খায়রুল কবির খোকন
- চর দীঘলদীতে মাইকে ঘোষণা দিয়ে ফের দুইপক্ষের টেঁটাযুদ্ধে আহত ১৫