মনোহরদীতে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, গাড়ী ভাংচুর

০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৭ পিএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:৩৮ এএম


মনোহরদীতে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, গাড়ী ভাংচুর

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর মনোহরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত এবং ৩ টি গাড়িসহ মোটরসাইকেল ভাংচুর হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চালাকচর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার সকাল এগারোটার দিকে বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে.কর্ণেল জয়নুল আবেদীন নেতা কর্মীদের নিয়ে চালাকচর বাজারে গণসংযোগ করেন। এসময় সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতাকর্মীরা বাঁধা দেয়। এসময় দুই পক্ষের নেতা কর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। জয়নুল আবেদীনের গাড়ি সহ আরো অন্তত ৩ টি গাড়ী ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ বিএনপি নেতা জয়নুল আবেদিনের।

বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নুল আবেদিন বলেন, আমার শান্তিপূর্ণ প্রোগ্রামে বাধা সৃষ্টি করে বিএনপি'র তথাকথিত নেতাকর্মীরা। সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের নির্দেশে তার ভাতিজাসহ অন্যান্যরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এটি নতুন নয়, তারা পূর্বেও এমন ঘটনা ঘটিয়েছেন। আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আশা করি তাদেরকে গ্রেপ্তার করে বিচার করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক এমপি সর্দার শখাওযাত হোসেন বকুল বলেন, আমি সহ আমার দলের সদস্য সচিব এলাকাতেই নাই। অথচ জয়নুল সাহেব যদি এমন অভিযোগ করে থাকেন, তাহলে তিনি মিথ্যা অভিযোগ করছেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, ঘটনার বিষয়ে জানতে পেরে আমি ঘটনাস্থলে গিয়েছি। এবিষয়ে এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

 



এই বিভাগের আরও