জেলায় শ্রেষ্ঠ মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ

২৭ মে ২০২২, ০৪:১৩ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ এএম


জেলায় শ্রেষ্ঠ মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ

মুহাম্মদ মুছা মিয়া:

নরসিংদীর মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ নরসিংদী জেলায় শ্রেষ্ঠ কলেজ ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান অর্জন করেছে। এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা শেষে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করা হয়।

বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১১ টার সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী ও ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আনন্দ র‌্যালীটি মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠ থেকে শুরু হয়ে মাধবদী বাজার বটতলা দিয়ে গিয়ে মাধবদী পৌরসভা হয়ে ব্যাংক পট্টি প্রদক্ষিণ করে কলেজ চত্বরে এসে শেষ হয়।

কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ শাহ্ ফকির জানান, মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ জেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে। তিনজন শিক্ষার্থী জেলা পর্যায়ে তিনটি ইভেন্টে ১ম স্থান অর্জন করেছে। নরসিংদী সদর উপজেলায় কলেজের অধ্যক্ষ শ্রেষ্ঠ শিক্ষক ও মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করেছে।



এই বিভাগের আরও