বেলাবতে প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

০৪ মে ২০২০, ০৮:৩১ পিএম | আপডেট: ২৮ মার্চ ২০২৪, ০৫:৫৩ এএম


বেলাবতে প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

বেলাব প্রতিনিধি:
বেলাব উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৫০ জন প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মধ্যে প্রায় ১৫ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা পাপড়ি। সোমবার (০৪ মে) সকালে পাপড়ির আমলাব কার্যালয়ে সকাল থেকেই এসকল খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

করোনাভাইরাসের প্রার্দুভাবে গৃহবন্ধী ও কর্মহীন মানুষেরা পাপড়ির কাছ থেকে ১১ ধরনের খাদ্যসামগ্রী পেয়ে পাপড়িকে ধন্যবাদ জানান। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ভোজ্য তেল ১লিটার, চিনি ১ কেজি, লবন ১ কেজি, সাবান ২টি সহ ১১ রকমের খাদ্যসামগ্রী।

এ সময় উপস্থিত ছিলেন পাপড়ির কর্মসূচী সমন্বয়কারী আবুল কাশেম, পাপড়ির কর্মকর্তা নাছিমা আক্তার, আতিকুর রহমান, শাহনাজ আক্তার প্রমূখ।
পাপড়ির কর্মসূচী সমন্বয়কারী আবুল কাশেম জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে ৪৫০ জন প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে এসকল খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা অনুমান করছি প্রায় ১৫ দিনের খাদ্যসামগ্রী দেয়া হয়েছে প্রতিজনকে।



এই বিভাগের আরও