বেলাবতে মাদকসেবীদের হামলায় আহত ৬

১৮ এপ্রিল ২০২০, ০২:৩৯ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ০৩:২৪ পিএম


বেলাবতে মাদকসেবীদের হামলায় আহত ৬

বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে মাদকসেবীদের হামলায় কলেজছাত্র ও এক শিশুসহ ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় কলেজছাত্র শফিকুল ইসলামকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শিশু তামিমকে ঢাকা চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার ঘোসলাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।


অন্যান্য আহতরা হলেন একই গ্রামের খোকন মিয়ার স্ত্রী দিনা আক্তার (৩৩), শহিদ মিয়ার স্ত্রী খালেদা আক্তার (৩৫), মোঃ গোলাপ মিয়া (৫০) ও তার স্ত্রী গোলাপী বেগম (৪৫)। এ ঘটনায় ঘোসালাকান্দা গ্রামের কাজল মিয়া ১৫ মাদকসেবীর নামে বেলাব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


আহত কলেজ ছাত্র শরিফুল ইসলাম জানান, ঘোসলাকান্দা গ্রামের গোলাপ মিয়ার ছেলে শফিকুল ইসলাম সবি ও মারফত আলীর ছেলে শরিফ মিয়া প্রতিদিনই তাদের বাড়ির পাশে একটি জঙ্গলের আঁড়াল থেকে মাদক বিক্রি ও গাঁজা সেবন করে। ফলে প্রতিদিনই ঐখানে অনেক নেশাখোরদের ভীড় জমে। এ কারণে তাদেরকে পূর্বেও একাধিকবার নিষেধ করা হয়েছে কিন্তু তারা কোন কর্ণপাত করেনি।
এ ঘটনায় অতিষ্ট হয়ে গত বৃহস্পতিবার রাতে ঘোসালাকান্দা গ্রামের স্পোর্টিং ক্লাবের কিছু সদস্য ও এলাকার যুবসমাজ গাঁজা বিক্রি ও সেবনের সময় তাদেরকে ধাওয়া করেন। এ ঘটনার জের ধরে পরদিন সকালে মাদকাসক্ত শফিকুল ইসলাম সবি ও শরিফ মিয়ার নেতৃত্বে প্রায় ৫০/৬০ লোক রাম দাঁ, বাঁশ সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়িতে হামলা চালায়।
এসময় হামলাকারীদের লাঠির আঘাতে কলেজ ছাত্র শরিফুল ইসলামের মাথা ফেটে যায়,শিশু তামিমের ডান চোখের নিচে ছুরি দিয়ে আঘাত করাসহ অন্যান্যদের লাঠি ও বাঁশ দিয়ে আঘাত করে আহত করে এবং দুলাল মিয়ার বাড়িঘর ভাংচুর করে হামলাকারীরা পালিয়ে যায়।


স্থানীয় ইউপি মেম্বার মোঃ সাফিউদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সব জায়গায় কিছু খারাপ মানুষ থাকে। এখানেও খারাপ কিছু ছেলেরা এই হামলা ও মারপিট করেছে। তাদের বিচার হওয়া উচিত।


বেলাব থানার ওসি মোঃ ফখরুদ্দীন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

 



এই বিভাগের আরও