বেলাবতে রাস্তার পার্শ্বে পড়ে থাকা অপ্রকৃতস্থ এক নারীকে হাসপাতালে নিলো পুলিশ

০৫ এপ্রিল ২০২০, ১১:৫০ এএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ০৭:০৩ পিএম


বেলাবতে রাস্তার পার্শ্বে পড়ে থাকা অপ্রকৃতস্থ এক নারীকে হাসপাতালে নিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর বেলাবতে রাস্তার পার্শ্বে পড়ে থাকা অপ্রকৃতস্থ এক নারীকে গাড়ীতে উঠিয়ে হাসপাতাল নিয়ে চিকিৎসার ব্যবস্থা করল থানা পুলিশ।

শনিবার (০৪ এপ্রিল) রাস্তার পার্শ্বে পড়ে থাকা অপ্রকৃতস্থ গর্ভবতী ওই নারীকে পরম মমতায় হাসপাতাল নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত প্রায় ৪/৫ দিন যাবৎ বেলাব থানাধীন নারায়ণপুর বাসষ্ট্যান্ডের রাস্তার পার্শ্বে একটি পরিত্যক্ত ঘরের সামনে পড়েছিলেন আনুমানিক ৩০/৩২ বছর বয়সী ওই নারী। অজ্ঞাত মরনাপন্ন ওই নারী অনুমান ৮/৯ মাসের গর্ভবতী অবস্থায় পড়ে থাকলেও কেউ কোন সাহায্যের জন্য এগিয়ে আসেনি।

বেলাব থানা পুলিশ বিষয়টি জানতে পেরে বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুদ্দীন ভূইয়া তাৎক্ষণিক থানা থেকে ২ জন নারী পুলিশ নিয়ে ডিউটিরত অফিসারের গাড়িতে করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেন ।

নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম-বার, পিপিএম অসুস্থ ওই নারীর খোঁজ খবর নিয়ে হাসপাতালের প্রসূতি ইউনিটে ভর্তি করার ব্যবস্থা করে দেন ।



এই বিভাগের আরও