বেলাবতে নিম্ন আয়ের ৫ শত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

৩১ মার্চ ২০২০, ০৪:২২ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩৮ এএম


বেলাবতে নিম্ন আয়ের ৫ শত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

শেখ আব্দুল জলিল:
নরসিংদীর বেলাবতে করোনা পরিস্থিতিতে বেকার হয়ে পড়া নিম্ন আয়ের শ্রমজীবী ৫ শত মানুষের মধ্যে ব্যক্তি উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে শিল্পমন্ত্রীর নির্দেশে চরউজিলাব গ্রামের তরুণ শিল্পপতি হুমায়ুন কবিরের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


এসময় প্রতিজনকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ টি করে সাবান বিতরণ করা হয়। হুমায়ুন কবিরের পক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসব বিতরণ করেন।


এসময় উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জমান খাঁন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শহিদুল্লাহ খাঁন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি কৌশিম আলম ওয়াসিম, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক কবির হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তানিয়া আক্তার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক খালেদ মাসুদ পরশ, চরউজিলাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রিপন, বর্তমান সভাপতি কামরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামিম আহম্মেদ, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন প্রমূখ উপস্থিত ছিলেন।



এই বিভাগের আরও