করোনাভাইরাস সতর্কতার পরও  বেলাবতে বন্ধ হচ্ছে না জনসমাগমমূলক অনুষ্ঠান!

১৮ মার্চ ২০২০, ০৫:১১ পিএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ০৩:৫৭ পিএম


করোনাভাইরাস সতর্কতার পরও  বেলাবতে বন্ধ হচ্ছে না জনসমাগমমূলক অনুষ্ঠান!

বেলাব প্রতিনিধি: 
করোনাভাইরাস নিয়ে আতংক ও প্রশাসনের সতর্কতার পরও নরসিংদীর বেলাব উপজেলাজুড়ে বন্ধ হচ্ছে না ওয়াজ মাহফিল, সভা-সমাবেশ, নাটক মঞ্চায়ন, বাউল গানের আসরসহ জনসমাগমমূলক যতসব অনুষ্ঠান। স্থানীয় প্রশাসনের সতর্কতামূলক নিষেধাজ্ঞার কারণে এসব অনুষ্ঠানের অনুমতি না থাকলেও প্রায় প্রতিদিনই অনেকটা জোরেসোরেই চালানো হচ্ছে এসব অনুষ্ঠান। এতে হাজারো লোকজনের সমাগমের মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা করছেন স্থানীয় সচেতন মহল।

সরেজমিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে খোঁজ নিয়ে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে সারাদেশের ন্যায় বেলাব উপজেলাজুড়ে সবধরনের জনসমাগমমূলক অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিত করেছে স্থানীয় প্রশাসন। ওয়াজ মাহফিল, নাটক মঞ্চায়ন, গানের আসর, সভা-সমাবেশসহ সবধরণের গণজমায়েতমূলক অনুষ্ঠানের অনুমতি না দেয়া হলেও অবাধে চলছে এসব অনুষ্ঠান। নিষেধাজ্ঞার পরও স্থানীয় এক শ্রেণির প্রভাবশালী মহল এসব অনুষ্ঠান আয়োজন করে চলছেন। এতে যোগ দিচ্ছেন হাজারো মানুষ। এসব অনুষ্ঠান আয়োজনে জেলা বা উপজেলা প্রশাসনের অনুমতি নেয়ার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না।

স্থানীয়রা অভিযোগ করে জানান, গত মঙ্গলবার (১৭ মার্চ) রাতে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোসেন নগর গ্রামে স্থানীয় গোলাম মোস্তুফা গোলাপ নামে এক তাঁতীলীগ নেতার তত্ত্বাবধানে মঞ্চ নাটক মঞ্চস্থ করা হয়। উক্ত নাট্যানুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কোন অনুমতি নেয়া হয়নি। খবর পেয়ে রাতে বেলাব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েও নাটক বন্ধ করতে পারেনি।

এর আগে গত ১৫ ও ১৬ মার্চ পাটুলী ইউনিয়নের পাটুলী সোনুর মোড় নামক স্থানে ওরশ মাহফিল, ১৪ মার্চ বেলাব টেকপাঁড়া গ্রামে বাউল গানের আসর, ১১, ১২ ও ১৩ মার্চ তিনদিনব্যাপী পাটুলী ইউনিয়নের হাবিজপুর শাহ ইরানীর মাজারে ওরশ, ১২ মার্চ নারায়ণপুর ইউনিয়নের হোসেন নগর গ্রামে আরও একটি নাটক মঞ্চস্থ হয়। এছাড়াও প্রতিদিন উপজেলার কোন না কোন স্থানে বাউল গান, নাটক, ওয়াজ সহ বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এতে হাজারো লোকজনের সমাগমের মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা করছেন স্থানীয়রা। এসব অনুষ্ঠান বন্ধে স্থানীয় প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বেলাব উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা বলেন, নিষেধাজ্ঞার পরও যারা এসব সামাজিক, ধর্মীয় ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করছেন তাদের আইনের আওতায় আনা উচিত।

বেলাব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আরিফুল ইসলাম বলেন, করোনাভাইরাসের কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে জনসমাগমমূলক অনুষ্ঠান নিষেধ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে যদি কেউ এসব অনুষ্ঠান করেন অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা অসুস্থ থাকায় তার পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলাল হোসেন বলেন, করোনা সংক্রমনের এই অবস্থায় জনসমাগমমূলক সবধরনের অনুষ্ঠান যাতে না করা হয়, সেজন্য সচেতন করতে এলাকায় মাইকিং করা হয়েছে। তারপরও যদি কেউ বা কোন মহল এরকম অনুষ্ঠান আয়োজন করেন আমরা খবর পাই, অবশ্যই এগুলো বন্ধ করা হবে।



এই বিভাগের আরও