নরসিংদীতে তথ্য বাতায়ন বিষয়ে ইউডিসিদের দুইদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

০৯ মে ২০১৯, ০৯:১০ পিএম | আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৬:১৪ এএম


নরসিংদীতে তথ্য বাতায়ন বিষয়ে ইউডিসিদের দুইদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় তথ্য বাতায়ন (ওয়েভ পোর্টাল) বিষয়ক দুুইদিনের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম-প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহায়তায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


নরসিংদী সার্কিট হাউজ হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। বৃহস্পতিবার (৯ মে) বিকেলে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তানভীর মোহাম্মদ আজিম।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের (শিক্ষা ও আইসিটি) বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার। প্রশিক্ষণে জেলার ৭১ টি ইউনিয়নের ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।



এই বিভাগের আরও