নরসিংদীতে পথনাটক "মাফ কইরা দেন" এর উদ্বোধনী মঞ্চায়ন

২১ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২০ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪, ১১:১৭ এএম


নরসিংদীতে পথনাটক "মাফ কইরা দেন" এর উদ্বোধনী মঞ্চায়ন

বিনোদন প্রতিবেদক:

মঞ্চে ওঠল মুক্তধারা নাট্যসম্প্রদায়ের পথনাটক "মাফ কইরা দেন "। শুক্রবার ( ২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় নরসিংদী সরকারি কলেজের কৃষ্ণচূড়া মঞ্চে এই নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয় । সাখাওয়াত হোসেন খানের গল্পে নাটকটির নাট্যরুপ ও নির্দেশনা দিয়েছেন হাসান মাহমুদ সনেট।  

নাটকটির মূল বিষয়বস্তু গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা বিভিন্ন গুজব কত দ্রুত ছড়ায় এবং সঠিক তদন্ত বা যাচাই না করেই সকলের ব্যস্ততা বেড়ে যায়, এই দিকটিই তুলে ধরা হয়েছে এই নাটকে। আগামী ২৩ ফেব্রুয়ারি (রবিবার) নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নাট্যোৎসবে এই নাটকটির ২য় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

নির্দেশক হাসান মাহমুদ সনেট বলেন, বর্তমানে আমাদের দেশে যেকোনো গুজব খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে এবং কোনোরুপ যাচাই বাচাই না করেই আমরা এটা নিয়ে লাফালাফি শুরু করছি।সমসাময়িক এই পরিস্থিতিতে জনসাধারনকে সচেতন করতেই আমাদের এই উপস্থাপনা।


বিভাগ : বিনোদন


এই বিভাগের আরও