ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

১৯ ডিসেম্বর ২০১৮, ০৭:২৯ পিএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৭:৩২ এএম


ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
Share_Market

টানা ৭ কার্যদিবস দরপতনের পর মঙ্গলবার দেশের শেয়ারবাজারে সবক’টি মূল্যসূচকের উত্থান হয়েছে। সেই সঙ্গে কিছুটা বেড়েছে লেনদেন। অবশ্য আগের দিন সোমবার ১৭৩ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বনিু লেনদেন হয়েছিল। ওই দিন ডিএসইতে লেনদেন হয় ৩১৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার।

আর মঙ্গলবার লেনদেন হয়েছে ৩৩৪ কোটি ৯ লাখ টাকার শেয়ার। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় বাজারটিতে ১৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার বেশি লেনদেন হয়েছে। এদিকে লেনদেন বাড়ার সঙ্গে ডিএসইতে এদিন হাতবদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১০৩টি প্রতিষ্ঠানের শেয়ার। আর অপরিবর্তিত রয়েছে ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুটি মূল্যসূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪৩ পয়েন্টে অবস্থান করছে।

টাকার অংকে এদিন ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে মেঘনা লাইফের শেয়ার। কোম্পানিটির ১৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ার জেনারেশনের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ১৭ লাখ টাকার। ৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইফাদ অটোস। লেনদেনে এরপর রয়েছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সোনালী আঁশ, আনলিমা ইর্য়াং ডাইং, রূপালী লাইফ, খুলনা পাওয়ার, ভিএফএস থ্রেড ডাইং এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।

ডিএসইতে মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এদিন শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা বা ৬ দশমিক ৩০ শতাংশ। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এইচআর টেক্সটাইল। এ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৮৭ শতাংশ। সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এদিন কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৪১ শতাংশ। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ অটোকারস, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিকস, প্রাইম টেক্সটাইল স্পিনিং, মুন্নু স্টাফলার্স, ড্যাফোডিল কম্পিউটার ও আজিজ পাইপস।

ডিএসইতে এদিন টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে ইস্টার্ন ক্যাবলস। এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ১৫ শতাংশ বা ২১ টাকা ৩০ পয়সা কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্লোবাল ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮৫ শতাংশ বা ১ টাকা কমেছে। তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ফার্স্ট ফিন্যান্স। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৮৫ শতাংশ বা ১০ পয়সা কমেছে। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- সোনালী আঁশ, দুলামিয়া কটন, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, কেয়া কসমেটিকস, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তুং হাই নিটিং ও ঝিল বাংলা সুগার মিলস।

ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন : ডিএসই এদিন ব্লক মার্কেটে ১২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ কোটি ৭১ লাখ ৩১ হাজার টাকা। তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ১০ কোটি টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে আইটি কনসালট্যান্টস। কোম্পানির ৭ কোটি ৩৮ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। লাফার্জ হোলসিম ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ৪ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ১১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৭০৯ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।


বিভাগ : অর্থনীতি

বিষয় : business , economy


এই বিভাগের আরও