লকডাউন এলাকায় ব্যাংকের শাখা বন্ধ রাখার নির্দেশ

০৯ এপ্রিল ২০২০, ০৮:০৯ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ০৭:২৬ এএম


লকডাউন এলাকায় ব্যাংকের শাখা বন্ধ রাখার নির্দেশ
ফাইল ছবি

অর্থনীতি ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটির সময় গ্রাহকের সঙ্গে ব্যাংকিং লেনদেন ও ব্যাংক খোলা রাখার সময় কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সময় সূচি অনুযায়ী, আগামী ১২ এপ্রিল হতে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত গ্রাহক লেন‌দেন কর‌তে পার‌বেন। আর ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত। পাশাপাশি করোনার কারণে সরকার ও স্থানীয় প্রশাসন যেসব এলাকা লকডাউন কর‌বে ওইসব এলাকায় সব ব্যাংকের শাখা বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

জানা গেছে, করোনায় ব্যাংক লেনদেনের সীমাবদ্ধতার পরও সীমিত পরিসরে সেবা দিয়ে আসছিল ব্যাংকগুলো, কিন্তু মার্কেন্টাইল ও অগ্রণী ব্যাংকের দুই কর্মকর্তার দেহে সংক্রমণ ধরা পড়ার পর ব্যাংকারদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিষয়গুলো বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, আগামী ১২ এপ্রিল হতে দৈনিক ব্যাংকিং লেনদেন এবং লেনদেন পরবর্তী অনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শাখা প্রদান বিভাগ খোলা রাখার সময়সূচি যথাক্রমে সকাল ১০টায় থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা পর্যন্ত পুন:নির্ধারণ করা হল। এর আগে ২ এপ্রিল নির্দেশনা অনুযায়ী, সাধারণ ছুটির সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহক লেন‌দেন কর‌তে পার‌তেন। আর ব্যাংক খোলা থাকতো বিকাল ৩টা পর্যন্ত।

তবে জরুরি বৈদেশিক লেনদেন করার জন্য নির্দিষ্ট ব্যাংক শাখার লেনদেনের সময়সীমা আধা ঘণ্টা কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দুপুর ২টার পরিবর্তে দুপুর দেড়টা পর্যন্ত চলবে বৈদেশিক শাখার লেনদেন।

সার্কুলারে আরো বলা হয়েছে, সরকার ও স্থানীয় প্রশাসন প্রদত্ত ঘোষণা অনুসারে লকডাউন এলাকা ব্যাংকের শাখা বন্ধ থাক‌বে। এ ছাড়া ব্যাংকিং লেনদেনের জন্য খোলা রাখা শাখা ও প্রধান কার্যালয়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার বিষয়ে নির্দেশনা নিশ্চিত করতে হবে।


বিভাগ : অর্থনীতি


এই বিভাগের আরও