একাদশ সংসদ নির্বাচন : ‘বর্তমান পরিস্থিতি ও করণীয়’ র্শীষক মতবিনিময়
২১ ডিসেম্বর ২০১৮, ১১:২৫ পিএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২৫, ০৪:৪৩ পিএম

নিজস্ব প্রতিবেদক
‘দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু যদি রাজাকারদের ফাঁসি দিতেন তাহলে আজকে পক্ষে বিপক্ষে কোন কথা উঠত না। ৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর আমরা পরাজিত হলাম। অথচ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ শুনে সমগ্র বাঙ্গালী জাতি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছিল।’
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আজিজুর রহমান একথা বলেন।
শুক্রবার (২১ ডিসেম্বর) নরসিংদী জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে স্টেশন রোডস্থ’ সংগঠনের কার্যালয়ে ‘বর্তমান পরিস্থিতি ও করণীয়’ র্শীষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি, নিবারণ রায়’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম সরকারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য জয়ন্তী রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও গেরিলা মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা, অধ্যাপক আব্দুল কুদ্দুস, অধ্যাপক জিতেন্দ্র বর্মন, শিক্ষক নেতা তপন আচার্য্য, নারীনেত্রী কল্পনা দাস, আ: জব্বার, খগেন্দ্র রায়, দেবদাস সরকার, নয়ন মোল্লা, শিক্ষক নেতা নাসির উদ্দিন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আজিজুর রহমান আরও বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি পৃথিবীর অন্য কোন দেশে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার কোন ইতিহাস নেই। পরাজিত শক্তি যাতে কোনদিন ক্ষমতায় যেতে না পারে সে দিকে আমাদের সজাক দৃষ্টি রাখতে হবে। সোনার বাংলা গড়ার বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ প্রজন্মকে সাথে আমাদেরকে তা বাস্তবায়ন করতে হবে।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে পুকুর খননের সময় মিলল নারীর অর্ধগলিত মরদেহ
- রায়পুরায় যুবদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা
- গাজায় গণহত্যার প্রতিবাদে নরসিংদীতে ক্লাস বর্জন করে বিক্ষোভ
- নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত
- মনোহরদীতে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় নিহত
- নরসিংদী বড় বাজারে টেইলার্সে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা: তিনজন গ্রেপ্তার
- নরসিংদীর মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ রাখতে টহল-তল্লাশীতে র্যাব
- নরসিংদীতে ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা